Tomar Amar Prem Ami Ajo Bujhini Bangla Lyrics By Zubeen Garg.

Tomar Amar Prem Ami Ajo Bujhini Bangla Lyrics By Zubeen Garg.

Tomar Amar Prem Ami Ajo Bujhini Bangla Lyrics By Zubeen Garg.

Song: Tomar Amar Prem Ami Ajo Bujhini

Singer: Zubeen Garg

Lyrics: Priyo Chattopadhyay

Music Composed by: Jeet Ganguly

Music Label: Surinder Films

Tomar Amar Prem Song Lyrics 

তোমার আমার প্রেম

আমি আজো বুঝিনি,

ওই চোখের চাওয়াতে

প্রেম আজো দেখিনি।

দূরে তবু দূরে

সরে থাকতে পারিনি,

কাছে এসে কেন

কাছে আসতে পারিনি,

আমি আজো বুঝিনি,

আমি আজো বুঝিনি।

তোমার আমার প্রেম

আমি আজও বুঝিনি,

ওই চোখের চাওয়াতে

প্রেম আজো দেখিনি।

সুরে সুরে গানে কবিতায়

তোমাকেই খোঁজে মন,

তবু হায়, তুমি দাও না ধরা।

ও.. বারে বারে কথা থেমে যাই

আরো একা এ জীবন

মনে হয়, থাকি দিশেহারা।

মনের আনুরাগে

বাজে এ কোন রাগিনি,

কাছে এসে কেনো

কাছে আসতে পারিনি,

আমি আজো বুঝিনি,

আমি আজো বুঝিনি।

তোমার আমার প্রেম

আমি আজও বুঝিনি,

ওই চোখের চাওয়াতে

প্রেম আজও দেখিনি।

ও ও.. ও ও..

এলোমেলো ঝড় এই বুকে

কিছুতেই থামে না,

কমে না, তবু ভালবাসা।

ও .. মেঘে মেঘে ঢাখা দু’চোখে

আশা রোদ ওঠে না,

কাটে না, ধোঁয়া ধোঁয়া কুয়াশা।

বুকের ব্যথা দাগে

লেখো এ কোন কাহিনি,

কাছে এসে কেন

কাছে আসতে পারিনি,

আমি আজও বুঝিনি,

আমি আজও বুঝিনি।

তোমার আমার প্রেম

আমি আজও বুঝিনি,

ওই চোখের চাওয়াতে

প্রেম আজও দেখিনি।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *