Tomar Chokher Neshay Bangla Song Lyrics By Shaan & Mahalaxmi Iyer.
Tomar Chokher Neshay Bangla Song Lyrics By Shaan & Mahalaxmi Iyer.
Tomar Chokher Neshay গানটি গেয়েছেন Shaan & Mahalaxmi Iyer। গানের লিরিক্স দিয়েছেন Srijato। এবং গানটি Eternal Sounds এর YouTubeচ্যানেলে প্রকাশিত হয়েছে। আশা করছি Tomar Chokher Neshay গানের লিরিক্স টি ভাল লাগবে।
Song : Tomar Chokher Neshay
Singer : Shaan & Mahalaxmi Iyer
Lyrics : Srijato
Music : Bickram Ghosh
Direction : Sugata Guha, Soumya
Mukhopadhyay And Susmita Sil
Label : Eternal Sounds
Tomar Chokher Neshay Song Lyrics
যে তোমার চোখের নেশায় চুর
যে তোমার ছায়া তে রোদ্দুর,
তারই মুখ এখন তোমার আয়নাতে মনজুর
আহা আয়নাতে মনজুর।
যদি তাকে নাম না দাও,
বিরহের দাম না দাও,
সে কোথায় খুঁজে বেড়ায় ঠিকানা বন্ধুর।
এড়াতে পারেনা, তবু মন ছাড়ে না
এড়াতে পারেনা, তবু মন ছাড়ে না,
সহজে সে কোনো বাজি হারে না।
যে তোমার চোখের নেশায় চুর
যে তোমার ছায়া তে রোদ্দুর,
তারই মুখ এখন তোমার আয়নাতে মনজুর
আহা আয়নাতে মনজুর।।
সে যে কোন-চলে থাকে সে কেউ জানে না
তুমি বিন তার বসতি শুনশান,
সে যে বীণে খাতার গান
তাই তাকে তো কেউ মনে আনে না,
তুমি নেই,
তাই তাকে তো কেউ মনে আনে না।
এড়াতে পারেনা, তবু মন ছাড়ে না
এড়াতে পারেনা, তবু মন ছাড়ে না,
সহজে সে কোনো বাজি হারে না।
যে তোমার চোখের নেশায় চুর
যে তোমার ছায়া তে রোদ্দুর,
তারই মুখ এখন তোমার আয়নাতে মনজুর
আহা আয়নাতে মনজুর।।
তাকে চাও যদি মনের হদিস পাবে না
তবু আজ যদি তাকেই কাছে চাও,
যদি দুচোখে কান্দাও
সে ও তোমায় ছেড়ে কোথাও যাবে না,
যদি চাও,
সে ও তোমায় ছেড়ে কোথাও যাবে না।
এড়াতে পারেনা, তবু মন ছাড়ে না
এড়াতে পারেনা, তবু মন ছাড়ে না,
সহজে সে কোনো বাজি হারে না।
যে তোমার চোখের নেশায় চুর
যে তোমার ছায়া তে রোদ্দুর,
তারই মুখ এখন তোমার আয়নাতে মনজুর
আহা আয়নাতে মনজুর।
যদি তাকে নাম না দাও,
বিরহের দাম না দাও,
সে কোথায় খুঁজে বেড়ায় ঠিকানা বন্ধুর।
এড়াতে পারেনা, তবু মন ছাড়ে না
এড়াতে পারেনা, তবু মন ছাড়ে না,
সহজে সে কোনো বাজি হারে না।
যে তোমার চোখের নেশায় চুর
যে তোমার ছায়া তে রোদ্দুর,
তারই মুখ এখন তোমার আয়নাতে মনজুর,
আয়নাতে মনজুর, আহা আয়নাতে মনজুর।।