Tomar Kotha Hetha Bangla Lyrics By Kinjal Chatterjee.
Tomar Kotha Hetha Bangla Lyrics By Kinjal Chatterjee.
Song Name : Tomar Katha Hetha
গান : তোমার কথা হেথা
Singer(s) : Kinjal Chatterjee
Tune / Music : Rabindranath Tagore
Lyricist : Rabindranath Tagore
Music Arrangement : Kinjal Chatterjee
Mix-Master : Siddheswar Banerjee
Studio : Studio Acoustica
Esraj : Tathagata Mishra
Guitar: Chhandan Basu
Cinematography : Subha Roy & Atanu Biswas
Music Label : T-Series Bangla
Release On : 2023-02-17
Tomar Katha Hetha Lyrics in Bengali
তোমার কথা হেথা কেহ তো বলে না
করে শুধু মিছে কোলাহল
তোমার কথা হেথা কেহ তো বলে না
করে শুধু মিছে কোলাহল
সুধা সাগরের তীরেতে বসিয়া
পান করে শুধু হলাহল
তোমার কথা হেথা কেহ তো বলে না
করে শুধু মিছে কোলাহল
আপনি কেটেছে আপনার মূল
না জানে সাঁতার নাহি পায় কূল
আপনি কেটেছে আপনার মূল
না জানে সাঁতার নাহি পায় কূল
স্রোতে যায় ভেসে
ডোবে বুঝি শেষে
করে দিবানিশি টলোমল
সুধা সাগরের তীরেতে বসিয়া
পান করে শুধু হলাহল
তোমার কথা হেথা কেহ তো বলে না
আমি কোথা যাব কাহারে শুধাব
নিয়ে যায় সবে টানিয়া
একেলা আমারে ফেলে যাবে শেষে
অকূল পাথারে আনিয়া
সুহৃদের তরে চাই চারি ধারে
আঁখি করিতেছে ছলোছল
সুহৃদের তরে চাই চারি ধারে
আঁখি করিতেছে ছলোছল
আপনার ভারে মরি যে আপনি
কাঁপিছে হৃদয় হীনবল
সুধা সাগরের তীরেতে বসিয়া
পান করে শুধু হলাহল
তোমার কথা হেথা কেহ তো বলে না
করে শুধু মিছে কোলাহল