Tomar Neel Dopati Chokh ( তোমার নীল দোপাটি চোখ) Bangla Lyrics By Mohd. Rafi.

 Tomar Neel Dopati Chokh ( তোমার নীল দোপাটি চোখ) Bangla Lyrics By Mohd. Rafi.

Tomar Neel Dopati Chokh ( তোমার নীল দোপাটি চোখ) Bangla Lyrics By Mohd. Rafi.

Song Name :  Tomar Neel Dopati Chokh

Singer :  Mohd. Rafi

Tune & Music :  Satinath Mukherjee

Lyrics :  Gauri Prasanna Mazumder

Music Label :  INRECO Entertainment Pvt Ltd

Release On :  2022-01-01

Tomar Neel Dopati Chokh Lyrics in Bengali 

তোমার নীল দোপাটি চোখ শ্বেত দোপাটি হাসি

আর খোপাটিতে লাল দোপাটি দেখতে ভালোবাসি

তোমার নীল দোপাটি চোখ শ্বেত দোপাটি হাসি

আর খোপাটিতে লাল দোপাটি দেখতে ভালোবাসি

তোমার নীল দোপাটি চোখ

তোমার রাজহংসী চলা মধুবংশী বলা

তোমার রাজহংসী চলা মধুবংশী বলা

চন্দ্রকলা ও মুখ তোমার বাজায় প্রাণে বাঁশী

হায় তোমার নীল দোপাটি চোখ শ্বেত দোপাটি হাসি

আর খোপাটিতে লাল দোপাটি দেখতে ভালোবাসি

তোমার নীল দোপাটি চোখ

দেখে তোমার হাওয়ায় ওড়া চুল

মেঘ করেছে ভেবে করি অনেক সময় ভুল

দেখে তোমার হাওয়ায় ওড়া চুল

মেঘ করেছে ভেবে করি অনেক সময় ভুল

তোমার রূপের বিভাবরী হায় গো কিবা মরি

তোমার রূপের বিভাবরী হায় গো কিবা মরি

না ডাকলে কি করে আর তোমার কাছে আসি

হায় তোমার নীল দোপাটি চোখ শ্বেত দোপাটি হাসি

আর খোপাটিতে লাল দোপাটি দেখতে ভালোবাসি

তোমার নীল দোপাটি চোখ শ্বেত দোপাটি হাসি

আর খোপাটিতে লাল দোপাটি দেখতে ভালোবাসি

তোমার নীল দোপাটি চোখ

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *