Tomar Paglami(তোমার পাগলামি) Opu Vai Bangla Lyrics By Rubel Khondkar

Tomar Paglami(তোমার পাগলামি) Opu Vai Bangla Lyrics By Rubel Khondkar 

Song : Tomar Paglami

Vocal : Rubel Khondkar 

Lyrics : Rubel Khondkar 

Music : Wahed Shahin 

Dgjv

Tomar Paglami Bangla Lyrics 

আমি আকাশ তুমি পাখি l

তাই তোমাকে সবখানে দেখি l

আমি রাখাল তুমি বাঁশি l

আয় দুজনে এক সুরে বাজি l

ফুলগুলো কি বলছে দেখো

তোমায় পাওয়ার ইচ্ছে কত l

তোমায় ছুঁয়ে হবে সে রঙ্গিন l

কান পেতে কেউ শুনছে না তো

বলছো তুমি অবিরত l

তোমার আমার সবকিছুতে মিল l

আমি জানি কতখানি ভালোবাসি

তোমার পাগলামি l

গলা ছেড়ে জোরে বলি l

আমি তোমার তুমি আমারি l

ও আমি আকাশ তুমি পাখি l

তাই তোমাকে সবখানে দেখি l

 

শাপলা গোলাপ জুঁইকে দেখো

তোমায় দেখে জ্বলছে কত l

তোমার মত হবে সে একদিন l

ওই ইচ্ছে প্রকাশ করছে তারা

মানবেনা আর নীরবতা l

বলবে কথা আজকে সারাদিন l

ও আমি কৃষক তুমি মাটি l

তাই জমিনের কদরটা বুঝি l

ও আমি শহর তুমি গলি আয়

দুজনে একসাথে চলি l

আমি আকাশ তুমি পাখি l

তাই তোমাকে সবখানে দেখি l

ঘাসফড়িং গো মেলেছে ডানা l

তাহার যাত তাল বাহানা তোমায়

নিয়ে ঘুরবে সারা দিন l

প্রজাপতির দোষ কি আছে

তোমায় যদি ভালোবাসি l

তোমাকে যে সামলানো কঠিন l

ও আমি জানি কতখানি

ভালোবাসি তোমার পাগলামি l

গলা ছেড়ে জোরে বলি l

আমি তোমার তুমি আমারি l

আমি আকাশ তুমি পাখি l

তাই তোমাকে সবখানে দেখি l

ও আমি রাখাল তুমি বাঁশি l

আয় দুজনে একসাথে বাজি l

ও আমি জানি কতখানি

ভালোবাসি তোমার পাগলামি l

ভালোবাসি তোমার পাগলামি l

ভালোবাসি তোমার পাগলামি l

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *