Tomar Priyo Ritu Barsha Tai ( তোমার প্রিয় ঋতু বর্ষা তাই) Bangla Lyrics By Upal Sengupta, Nilanjan.
Tomar Priyo Ritu Barsha Tai ( তোমার প্রিয় ঋতু বর্ষা তাই) Bangla Lyrics By Upal Sengupta, Nilanjan.
Song: Tomar Priyo Ritu Barsha Tai
Singers: Upal Sengupta, Nilanjan
Tune: Upal Sengupta
Lyrics: Nilanjan
Tomar Priyo Ritu Barsha Tai Lyrics in Bengali
তোমার প্রিয় ঋতু বর্ষা তাই
সারা বছর ধরে মেঘ জমাই
যদিও ইচ্ছেরা সাদাসিধে
সারা বছর থাক না রেইনি ডে (×২)
সারা বছর ধরে বৃষ্টি হোক
শুধু না ভেজে যেন তোমার চোখ
শ্রাবণে ভরে থাক ফাগুনটাই
তোমার প্রিয় ঋতু বর্ষা তাই
উঠোনে জল থাকে ছলাৎ ছল ঘাসে ঘাসে
দিক নুড়িপাথর ডুব, সারা বছর আশেপাশে (×২)
আমিও রঙিন কাগজের নৌকো বানাই
আসলে সব চিঠি বোঝোনা লক্ষ্মীটি, কাকে পাঠাই
তোমার প্রিয় ঋতু বর্ষা তাই
পুরনো ভেঙ্গে যাওয়া ছাতা সারাই
তোমার হাসি ফোটা রোদ্দুরে
মেঘ সফর হোক ঘুরে ঘুরে
ভিজুক অলিগলি রাজ সড়ক
শুধু না ভেজে যেন তোমার চোখ
আমিও ঝিরিঝিরি গান শোনাই
তোমার প্রিয় ঋতু বর্ষা তাই
তোমার প্রিয় ঋতু বর্ষা তাই..