Tomari Cholar Pothe Bangla Lyrics By Asha Bhosle.

 Tomari Cholar Pothe Bangla Lyrics By Asha Bhosle.

Tomari Cholar Pothe Song Credits: 


Song: Tomari Cholar Pothe 

Singer:  Asha Bhosle

Music: R.D. Burman

Music Rearranger: Ri8 Music

Lyricist:  Swapan Chakrabortty

Tomari Cholar Pothe Lyrics in Bengali 

ও.. তোমারি চলার পথে

দিয়ে যেতে চাই আমি,

একটু আমার ভালোবাসা।

ও.. তোমারই চলার পথে

দিয়ে যেতে চাই আমি,

একটু আমার ভালোবাসা।

তাই নিয়ে তুমি আমায় করো ঋণী

এটুকু আশা …

ও.. তোমারি চলার পথে

দিয়ে যেতে চাই আমি,

একটু আমার ভালোবাসা।

আমারি জীবনে ওগো মোর বন্ধু

আছে শুধু তোমারি দান,

হয়তো কখনও না পাওয়ার বেদনায়

হয়েছিল কিছু অভিমান।

সুর ছিল প্রানে দিয়েদিলে তুমি

প্রানেরই ভাষা …

ও.. তোমারি চলার পথে

দিয়ে যেতে চাই আমি,

একটু আমার ভালোবাসা।

নতুন এবং পুরাতন হিন্দি গানের লিরিক্স পেতে চাইলে এই ওয়েবসাইটে যেতে পারেন ঃ www.hindiilyric.com

হয়তো কোনদিন ভুলে যাবে তুমি

ভুলতে কি পারবো তোমায়,

তাই তো এসেছি আজকে তোমাকে

নীরবে জানাতে বিদায়।

এমনি করে চলে জীবনে মরনে

যাওয়া আসা …

ও.. তোমারই চলার পথে

দিয়ে যেতে চাই আমি,

একটু আমার ভালোবাসা।

তাই নিয়ে তুমি আমায় করো ঋণী

এটুকু আশা …

ও.. তোমারি চলার পথে

দিয়ে যেতে চাই আমি,

একটু আমার ভালোবাসা।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *