Tomay Mone Pore Na Bangla Lyrics By Samz Vai
Tomay Mone Pore Na(তোমায় মনে পরে না) Bangla Lyrics By Samz Vai
Song : Tomay Mone Pore Na
Vocal : Samz Vai
Lyrics : Snahashish Ghosh
Tune: M M P Rony
Label : Sultan Entertainment
Tomay Mone Pore Na Bangla Lyrics
ভেবেছিলাম তুমি ছাড়া
জীবন চলবে না
সত্যি বলছি তোমায়
এখন মনে পরে না
কারো জন্য কারো
জীবন থেমে থাকে না
সত্যি বলছি তোমায় এখন
মনে পরে না
ভেবেছিলাম তুমি ছাড়া
জীবন চলবে না
আমার জায়গায় বসিয়েছো
অন্য কাউকে যেমন
তোমার জায়গাও দিয়ে দিবো
অন্য কাউকে তেমন
আমার জায়গায় বসিয়েছো
অন্য কাউকে যেমন
তোমার জায়গাও দিয়ে দিবো
অন্য কাউকে তেমন,
কারো জন্য কারো
জীবন থেমে থাকে না
ভেবেছিলাম তুমি ছাড়া
জীবন চলবে না
সত্যি বলছি তোমায়
এখন মনে পরে না
ভেবেছিলাম তুমি ছাড়া
জীবন চলবে না
ভাবেনা যে আমায় নিয়ে
তাকে কেন ভাববো
যার কাছে প্রেম ছেলে খেলা
তার প্রেমে কেনো ভাসবো।
ভাবেনা যে আমায় নিয়ে
তাকে কেন ভাববো
যার কাছে প্রেম ছেলে খেলা
তার প্রেমে কেনো ভাসবো।
কারো জন্য কারো
জীবন থেমে থাকে না
ভেবেছিলাম তুমি ছাড়া
জীবন চলবে না
সত্যি বলছি তোমায়
এখন মনে পরে না
কারো জন্য কারো
জীবন থেমে থাকে না।।
Tomay Mone Pore Na Bangla Lyrics
Vebechilam tumi chara
Jibon colbe na
Sotti bolchi tomay
ekhon mone pore na
Karo jonno karo
Jibon theme thake na
Sotti bolchi tomay
Ekhon mone pore na
Amar joygay bosiyeco
Onno kawke jemon
Tomar jaygao diye debo
Onno kawke temon