Tomra Amay Ki Bujhaiba(তোমরা আমায় কি বুঝাইবা) Bangla Lyrics By Ohornishi Team

Tomra Amay Ki Bujhaiba(তোমরা আমায় কি বুঝাইবা) Bangla Lyrics By Ohornishi Team 



Song : Tomra Amay Ki Bujhaiba

Vocal : Ohornishi Team

Lyrics : Abdul Malek Sarkar

Label : Ohornishi   

নতুন এবং পুরাতন হিন্দি গানের লিরিক্স পেতে চাইলে এই ওয়েব সাইটে যেতে পারেন ঃ www.hindiilyric.com

Tomra Amay Ki Bujhaiba Bangla Lyrics 

তোমরা আমায় কি বুঝাইবা

আমার অন্তর পুঁইড়া কয়লা

তোমরা আমায় কি বুঝাইবা

আমার অন্তর পুঁইড়া কয়লা

আমি জানি, আমি বুঝি 

আমি জানি গো

বন্ধুয়ার পিরিতের কত জ্বালা

আমি বুঝি গো

বন্ধুয়ার পিরিতের কত জ্বালা

এই জগতে প্রেম করিয়া

কে রইয়াছে ভালা

সই গো কে রইয়াছে ভালা

এই জগতে প্রেম করিয়া

কে রইয়াছে ভালা

সই গো কে রইয়াছে ভালা

 

উপর উপর  দেখতে ভালা

আমার অন্তর পুঁইড়া কয়লা

উপর উপর দেখতে ভালা

আমার অন্তর পুঁইড়া কয়লা

আমি জানি, আমি বুঝি 

আমি জানি গো

বন্ধুয়ার পিরিতের কত জ্বালা

আমি বুঝি গো

বন্ধুয়ার পিরিতের কত জ্বালা

নতুন এবং পুরাতন হিন্দি গানের লিরিক্স পেতে চাইলে এই ওয়েব সাইটে যেতে পারেন ঃ www.hindiilyric.com

যুগের পর যুগ রইলাম আমি

গাইথা নামের মালা

সই গো গাইথা নামের মালা

যুগের পর যুগ রইলাম আমি

গাইথা  নামের মালা

সই গো গাইথা নামের মালা

নেয়না মালা দেয়না গলে

 বন্ধু করে ছলাকলা

নেয়না মালা দেয়না গলে

বন্ধু করে ছলাকলা

আমি জানি, আমি বুঝি 

আমি জানি গো

বন্ধুয়ার পিরিতের কত জ্বালা

আমি বুঝি গো

বন্ধুয়ার পিরিতের কত জ্বালা

 

দুঃখের পরে সুখ রয় বন্ধু

জ্বালার পরে ভালা

সই গো জ্বালার পরে ভালা

দুঃখের পরে সুখ রয় বন্ধু

জ্বালার পরে ভালা

সই গো জ্বালার পরে ভালা

মালেকে কয় আসবে কবে

আমার বন্ধু চিকন কালা

মালেকে কয় আসবে কবে

আমার বন্ধু চিকন কালা

আমি জানি, আমি বুঝি 

আমি জানি গো

বন্ধুয়ার পিরিতের কত জ্বালা

আমি বুঝি গো

বন্ধুয়ার পিরিতের কত জ্বালা

তোমরা আমায় কি বুঝাইবা

আমার অন্তর পুঁইড়া কয়লা

তোমরা আমায় কি বুঝাইবা

আমার অন্তর পুঁইড়া কয়লা

আমি জানি, আমি বুঝি 

আমি জানি গো

বন্ধুয়ার পিরিতের কত জ্বালা

আমি বুঝি গো

বন্ধুয়ার পিরিতের কত জ্বালা।।

Tomra Amay Ki Bujhaiba Bangla Lyrics

Tomra Amay Ki Bujhaiba

Amar Ontor Puira Koyla

Tomra Amay Ki Bujhaiba

Amar Ontor Puira Koyla

Ami Jani go, ami bujhi go

Ami jani go

Bondhuar Piriter Koto Jala

Ami Jani go, ami bujhi go

Ami jani go

Bondhuar Piriter Koto Jala

Ai Jogote Prem Koriya

Ke Roiache Vala

Soi go Ke Roiache Vala

Ai Jogote Prem Koriya

Ke Roiache Vala

Soi go Ke Roiache Vala

Upor upor Dekhte Vala

Amar Ontor Puira Koyla

Upor upor Dekhte Vala

Amar Ontor Puira Koyla

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *