Tor Chokhe Harai Bole (তোর চোখে হারাই বলে) Bangla Lyrics By Keshab Dey.
Tor Chokhe Harai Bole (তোর চোখে হারাই বলে) Bangla Lyrics By Keshab Dey.
Song Name: Tor Chokhe Harai Bole
Lyrics: Keshab Dey
Singer: Keshab Dey
Label: Keshab Dey
Release Date: 7 january 2023
Tor Chokhe Harai Bole Lyrics In Bengali
তোর চোখে হারাই বলে
শূন্য জীবন পড়ে আছে
তোর চোখে হারাই বলে
শূন্য জীবন পড়ে আছে
মন ব্যাকুল অন্ধকারে
ধূসর আকাশ তোমায় টানে
তোর চোখে হারাই বলে
শূন্য জীবন পড়ে আছে
মন আমার তোর টানে
আজও খুঁজে ফেরে
শূন্যতা আজও আমায়
কেনো আপন করে
আজও কেনো আমার উদাস মন
আজও কেনো আমার উদাস মন
তোর কথা মনে করে
তোর চোখে হারাই বলে
শূন্য জীবন পড়ে আছে
তোর মুখের চেনা ছবি
আজও আমার প্রাণে
সময় খাতার কথাগুলো
আজও লেখা মনে
কেনো পাগল এ মন একা বসে
কেনো পাগল এ মন একা বসে
তোর কথা মনে করে
তোর চোখে হারাই বলে
শূন্য জীবন পড়ে আছে
তোর চোখে হারাই বলে
শূন্য জীবন পড়ে আছে