Tor Deoya Kotha (তোর দেওয়া কথা) Bangla Lyrics By Samz Vai.
Tor Deoya Kotha (তোর দেওয়া কথা) Bangla Lyrics By Samz Vai.
Song : Tor Deoya Kotha
Singer : Samz Vai
Lyrics : Ripon Mahmud
Tune & Music : Rohan Raj
Label : Rushda Films
Tor Deoya Kotha Bangla Lyrics
তোরে দেওয়া কথা আমি
রাখতে পারি নাই
তোরে ভুইলা বন্ধু আমি
থাকতে পারি নাই
তোরে দেওয়া কথা আমি
রাখতে পারি নাই
তোরে ভুইলা বন্ধু আমি
থাকতে পারি নাই
আজও আমি পারিনাই কেন
মায়ার পিছু ছাড়তে
সৃতি গুলো পারি নাই কেন
গলা টিপে মারতে
তোর মতো অন্য ছবি
আকতে পারি নায়
তোরে ভুইলা বন্ধু আমি
থাকতে পারি নাই
তোর মতো অন্য ছবি
আকতে পারি নায়
তোরে ভুইলা বন্ধু আমি
থাকতে পারি নাই
একটা মনরে যায়না তো আর
বারে বারে খোড়া
একলা আছি সুখে আছি
চাইনা হতে জোড়া
একটা মনরে যায়না তো আর
বারে বারে খোড়া
একলা আছি সুখে আছি
চাইনা হতে জোড়া
অন্য ভোমরার ফুল যে হইবি
পারি নাইরে ভাবতে
অন্য ফুলের সুবাস গায়ে
পারি নাই রে মাখতে
তোরে দেওয়া কথা আমি
রাখতে পারি নাই
তোরে ভুইলা বন্ধু আমি
থাকতে পারি নাই
তোরে দেওয়া কথা আমি
রাখতে পারি নাই
তোরে ভুইলা বন্ধু আমি
থাকতে পারি নাই
হাসির ছলে বলতি আমায়
আমি নাকি বোকা
সেইতো বুঝলাম অবশেষে
খাইয়া সাধের ধোকা
হাসির ছলে বলতি আমায়
আমি নাকি বোকা
সেইতো বুঝলাম অবশেষে
খাইয়া সাধের ধোকা
সপ্ন গুলো করলি চুরি
পারি নাই রে জাগতে
নতুন সুরে কাউরে আমি
পারি নাই রে রাখতে
তোরে দেওয়া কথা আমি
রাখতে পারি নাই
তোরে ভুইলা বন্ধু আমি
থাকতে পারি নাই
তোরে দেওয়া কথা আমি
রাখতে পারি নাই
তোরে ভুইলা বন্ধু আমি
থাকতে পারি নাই।।