Tor Mon Ganger Majhi Bangla Lyrics By Gogon Sakib
Tor Mon Ganger Majhi Bangla Lyrics By Gogon Sakib
Song: Tor Mon Ganger Majhi
Vocal: Gogon Sakib
Tor Mon Ganger Majhi Bangla Lyrics
তোর মন গাঙের মাঝি আমি
ঢেই বুঝিনা তোর
তুই বিহনে দিন বুঝিনা
রাত কেটে হয় ভোর
তোর মন গাঙের মাঝি আমি
ঢেই বুঝিনা তোর
তুই বিহনে দিন বুঝিনা
রাত কেটে হয় ভোর
তোর মনের নদীর নাইরে কিনার
নৌকা ডোবা ঢেউ
এমন ভালো কসম তোরে
বাসবেনা আর কেউ
তোর মন গাঙের মাঝি আমি
ঢেই বুঝিনা তোর
তুই বিহনে দিন বুঝিনা
রাত কেটে হয় ভোর
ওহ একুল জোয়ার ঐকূলে তোর
কিনার জোয়ার ভাটা
বুঝলিনা তুই সাদা দিল
রসিক সাদামাটা
ওহ একুল জোয়ার ঐকূলে তোর
কিনার জোয়ার ভাটা
বুঝলিনা তুই সাদা দিল
রসিক সাদামাটা।
তোর মনের নদীর নাইরে কিনার
নৌকা ডোবা ঢেউ
এমন ভালো কসম তোরে
বাসবেনা আর কেউ।
তোর মন গাঙের মাঝি আমি
ঢেই বুঝিনা তোর
তুই বিহনে দিন বুঝিনা
রাত কেটে হয় ভোর
ওহ এপাড় ভাঙে ঐপাড় গড়ে
নদীর কি আসে যায়
যার ভিটা যায় সেই তো কান্দে
পইরা নদীর কিনারায়
ওহ এপাড় ভাঙে ঐপাড় গড়ে
নদীর কি আসে যায়
যার ভিটা যায় সেই তো কান্দে
পইরা নদীর কিনারায়।
তোর মনের নদীর নাইরে কিনার
নৌকা ডোবা ঢেউ
এমন ভালো কসম তোরে
বাসবেনা আর কেউ
তোর মনের নদীর নাইরে কিনার
নৌকা ডোবা ঢেউ
এমন ভালো কসম তোরে
বাসবেনা আর কেউ।
আরো পড়ুন ঃ গগন সাকিবের আরো নতুন গানের লিরিক্স পেতে এখানে যান
Tor Mon Ganger Majhi Bangla Lyrics
Tor mon ganger majhi ami
Dhew bujhina tor
Tui bihone din bujhina
Rat kete hoy vor
Tor moner nodir naire kinar
Nouka doba dhew
Tui bihone din bujhina
Rat kete hoy vor.