Tor Pirite Laglo Chokhe Ghor Bangla Lyrics By Monir khan & Kanak Chapa

 Tor Pirite Laglo Chokhe Ghor Bangla Lyrics By Monir khan & Kanak Chapa 

Song: Tor Pirite Laglo Chokhe Ghor 

Singer: Monir khan & Kanak Chapa 

Lyrics: Kabir Bakul 

Music: Emon Shah

Label: CD Choice 

Tor Pirite Laglo Chokhe Ghor Lyrics in Bengali 

তোর পিরিতে লাগলো চোখে ঘোর

তোর, প্রতি অঙ্গের লাগি কান্দে

প্রতি অঙ্গ মোর

বন্ধু রে………

আউলা ঝাউলা কইরা দিলা রে..

বন্ধু রে………

আউলা ঝাউলা কইরা দিলারে.

তোর পিরিতে লাগলো চোখে ঘোর

তোর, প্রতি অঙ্গের লাগি কান্দে

প্রতি অঙ্গ মোর

সখি রে………

পাগল পাগল কইরা দিলারে..

বন্ধু রে……..

আউলা ঝাউলা কইরা দিলারে…

নতুন এবং পুরাতন হিন্দি গানের লিরিক্স পেতে চাইলে এই ওয়েবসাইটে যেতে পারেন ঃ www.hindiilyric.com

ঢলো ঢলো যৌবন টা তোর

রসে টই টুমবুর….

ঘামের গন্ধ লাগলে নাকে

নেশায় হইরে চুড়

সেই নেশাতে মাতাল হইয়া

করনা একটু ভুল….

শীতীল হোকনা শঙ্খ খোপা

ঝরুক লজ্জা ফুল….

ভাঙুক চুড়ি ছিঁড়ুক শাড়ি

কলঙ্কিনী কইরা দে না রে..

সখি রে…..

মাতাল মাতাল কইরা দে না রে..

বন্ধু রে…..

আউলা ঝাউলা কইরা দে না রে..

মনের ঘরের গোপন দরজায়

আর মারিস না ঢিল…..

ঠোঁটের পরশ লাগলে ঠোঁটে

ভাঙবে ধৈর্যের খিল….

খিল ভাঙিয়া ঘরে ঢুইকা

গলায় রাখো হাত…..

নিশ্বাসেরই গরম সইয়া

কাটামু এই রাত…..

উঠুক না ঢেউ জানবে না কেউ

উথাল-পাতাল কইরা দে না রে…..

সখি রে……..

বেহুশ বেহুশ কইরা দে না রে..

বন্ধু রে……..

আউলা ঝাউলা কইরা দে না রে..

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *