Tore Chara Jabo Moriya ( তোরে ছাড়া যাবো মরিয়া) Bangla Lyrics By Gogon Sakib.

 Tore Chara Jabo Moriya ( তোরে ছাড়া যাবো মরিয়া) Bangla Lyrics By Gogon Sakib.

Tore Chara Jabo Moriya ( তোরে ছাড়া যাবো মরিয়া) Bangla Lyrics By Gogon Sakib.

Song : Tore Chara Jabo Moriya 

Singer : Gogon Sakib 

Lyrics : Alex Abdus Salam 

Tune : Gogon Sakib 

Music : Munshi Jewel 

Label : Samsul Official 

Tore Chara Jabo Moriya Lyrics In Bengali 

জ্যোৎস্না জানে তোর বিরহে 

কাঁদায় যে নিরবে

বুক ভেসে যায় চোখের জলে

 ময়না তোরে ভেবে

জ্যোৎস্না জানে তোর বিরহে 

কাঁদায় যে নিরবে

বুক ভেসে যায় চোখের জলে

 ময়না তোরে ভেবে

তোর আকাশে চাঁদের জ্যোৎস্না 

পড়ে ঝড়িয়া

ময়না রে……….

তোরে ছাড়া যাবো মড়িয়া

তোরে ছাড়া যাবো মড়িয়া আমি

তোরে ছাড়া যাবো মড়িয়া

চাঁদ মাখা তোর মুখে ময়না

 বলতি কত কথা

হাত রাখিয়া আমার হাতে

 জুড়াইতিরে ব্যাথা

চাঁদ মাখা তোর মুখে ময়না 

বলতি কত কথা

হাত রাখিয়া আমার হাতে 

জুড়াইতিরে ব্যাথা

তোরই শোকে পাগল ময়না

 হৃদয় আমার পোড়ে

সুখ খুঁজে যায় দূর আকাশে 

হাজার তারার ভিড়ে

কার আকাশে পাখি হইয়া 

গেলি উড়িয়া 

ময়না রে……….

তোরে ছাড়া যাবো মড়িয়া

তোরে ছাড়া যাবো মড়িয়া আমি

তোরে ছাড়া যাবো মড়িয়া

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *