Tore Koto Valobashi(তোরে কত ভালোবাসি) Bangla Lyrics By Chisty Baul

Tore Koto Valobashi(তোরে কত ভালোবাসি) Bangla Lyrics By Chisty Baul

Song : Tore Koto Valobashi

Vocal : Chisty Baul 

Lyrics : Samsel Haque Chisty

Label : Nagorik Music 

 

Tore Koto Valobashi Bangla Lyrics 

মুখে নয় কাজে প্রমাণ দিছি শত শত

আমি বুক চিড়িয়া দেখাবো কি

 বুক চিড়িয়া দেখাবো কি আর 

সর্ব অঙ্গ ক্ষত, তোরে ভালো বাসি কত

এ মুখের কথা নয় কাজে প্রমাণ দিছি শতশত 

বন্ধু তোরে ভালোবাসি 

আমি হয়েছি সুজন ও কৃষি 

বন্ধু তোরে ভালোবাসি 

আমি হয়েছি সুজন ও কৃষি 

পাথরে ফুল ফুটাইয়া রঙ ধরাইছি তোমার মত

পাথরে ফুল ফুটাইয়া রঙ ধরাইছি তোমার মত

 ভালোবাসি কত

কথা নয় কাজে প্রমাণ দিছি শতশত 

বন্ধু তোরে করতে রাজি 

আমি সেজেছি সুজন ও মাঝি

বন্ধু তোরে করতে রাজি 

আমি হয়েছি সুজন ও মাঝি

পান গানাইয়ের পান এসেছে 

চালাইতেছি দিবারাত্র

পান গানাইয়ের পান এসেছে 

চালাইতেছি দিবারাত্র

 ভালো বাসি কত

কথা নয় কাজে প্রমাণ দিছি শতশত

বন্ধু তোমার প্রেমের কাঙ্গাল 

সাজিয়েছি মাঠের রাখাল 

হয়ে তোমার প্রেমের কাঙ্গাল 

বান্ধপরে সাজিয়েছি গরুর রাখাল

পশুতে কথা মানে, 

এই মানুষে বুঝলো নাতো

পশুতে কথা মানে, 

সামসেল হক তা জানতো নাতো

ভালো বাসি কত

কথা নয় কাজে প্রমাণ দিছি শতশত

বন্ধু তোমার হয়ে রাখাল

সাজিয়েছি গরুর রাখাল 

পশুতে কথা মানে, 

সামসেল হক তা জানতো নাতো

পশুতে কথা মানে, 

সামসেল হক তা জানতো নাতো

ভালো বাসি কত

কথা নয় কাজে প্রমাণ দিছি শতশত।।

Tore Koto Valobashi Bangla Lyrics 

Mukhe noy kaje proman dichi shoto shoto

Ami buk ciriya dekhabo ki

Buk ciriya dekhabo ki ar

Sorbo ongo khoto,tore valobasi koto

E mukher kotha noy kaje proman dichi shoto shoto

Bondhu tore valobashi

Ami hoyechi sujon o krishi

Bondhu tore valobashi

Ami hoyechi sujon o krishi

Pathore ful futaiya rong dhoraichi tomar moto

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *