Tore Mon Diya (তোরে মন দিয়া) Bangla Song Lyrics By Moruvumi Band.

Tore Mon Diya (তোরে মন দিয়া) Bangla Song Lyrics By Moruvumi Band.

Tore Mon Diya (তোরে মন দিয়া) Bangla Song Lyrics By Moruvumi Band

Tore Mon Diya গানটি গেয়েছেন Md. Shafikul Alam Saif। এবং গানটি Jiboner Srote নামের Album  এর একটি গান হিসাবে প্রকাশিত হয়েছে। আশা করছি Tore Mon Diya গানের লিরিক্স টি ভাল লাগবে। 

Song : Tore Mon Diya

Band : Moruvumi

Album : Jiboner Srote

Vocal : Md. Shafikul Alam Saif

Keyboard : Nazmul Hasan Sarker Plabon

Drums : Imran Hossain Shanto

Guitar : Sujan And Mamnun

Bass : Nur-a Alam Ovi

Band Manager : Rabbikul Islam Sojib

Tore Mon Diya Song Lyrics 

তোরে মন দিয়া, মন দিয়া

আগুন জ্বালাই যে মনে,

মনের আগুন মনেই জ্বলে রে,

মনের আগুন মনেই জ্বলে রে। 

বাড়ির ধারে সবুজ মাঠে

দুঃখ বিলাই পথে পথে,

বাড়ির ধারে সবুজ মাঠে

দুঃখ বিলাই পথে পথে,

তোর সুবাস মাখা ঘাসে

অঙ্গ বোলাই যে মনে,

মনের আগুন মনেই জ্বলে রে

মনের আগুন মনেই জ্বলে রে। 

প্রহর গুনি তোর আশাতে

আসবি তুই আমার বুকে,

প্রহর গুনি তোর আশাতে

আসবি তুই আমার বুকে,

তুই কি আর আসবি না রে

শূন্য হৃদয়ে মনে,

মনের আগুন মনেই জ্বলে রে,

মনের আগুন মনেই জ্বলে রে।

তোরে মন দিয়া, মন দিয়া

আগুন জ্বালাই যে মনে,

মনের আগুন মনেই জ্বলে রে,

মনের আগুন মনেই জ্বলে রে। 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *