Tui Chara ( তুই ছাড়া) Bangla Lyrics By Samz Vai.

Tui Chara ( তুই ছাড়া)  Bangla Lyrics By Samz Vai.  

Tui Chara ( তুই ছাড়া)  Bangla Lyrics By Samz Vai.


Song: Tui Chara 

Singer: Samz Vai

Lyric,Tune & Music: Samz Vai

Produced By: Mohammad Iqbal Hossain

Label: Six Seasons Multimedia

Tui Chara Lyrics in Bengali 

মনে মনে রাখি যত বাহানা

তুই তোর মতো থাক

আছি আমার মতো

ভেতর পুরে যাক ।

এই কথা আর বলে লাভ কি

হারাইয়া আছি সব

বুজলি না তুই আমার

ভেতর জমা অনুভব ।

তোর শিকার খাচায় মনটা

বন্দি হইয়ারে

কান্দে কান্দে জনম গেলো

হারাইয়া তোরে ।

আমার যাইরে চাই কেমনে

সময় তুই ছাড়ারে

কেউ বুজে না মনের ব্যথা

বুজায় কাহারে ।

আমার যাইরে চাই কেমনে

সময় তুই ছাড়ারে

কেউ বুজে না মনের ব্যথা

বুজায় কাহারে ।

আমার মনের আশা মনে রইলো

কেউতো আর জানলো না

জনম গেলো দুখে দুখে

খবর সে নিলো না ।

যার লাগিয়া ঘর ছাড়িলাম

সে দিলো যন্ত্রনা

মানুষ চেনা বড়ই দায়

সে ভাবে আর হবে না ।

আমার যাইরে চাই কেমনে

সময় তুই ছাড়ারে

কেউ বুজে না মনের ব্যথা

বুজায় কাহারে ।

মনে মনে রাখি যত বাহানা

তুই তোর মতো থাক

আছি আমার মতো

ভেতর পুরে যাক ।

এই কথা আর বলে লাভ কি

হারাইয়া আছি সব

বুজলি না তুই আমার

ভেতর জমা অনুভব ।

তোর শিকার খাচায় মনটা

বন্দি হইয়ারে

কান্দে কান্দে জনম গেলো

হারাইয়া তোরে ।

আমার যাইরে চাই কেমনে

সময় তুই ছাড়ারে

কেউ বুজে না মনের ব্যথা

বুজায় কাহারে ।

আমার যাইরে চাই কেমনে

সময় তুই ছাড়ারে

কেউ বুজে না মনের ব্যথা

বুজায় কাহারে ।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *