Tukro Tukro Kore Dekho (টুকরো টুকরো করে দেখো) Bangla Lyrics By Zahed Parvej Pavel. Beyain I Love You New Bangla Natok.
Tukro Tukro Kore Dekho (টুকরো টুকরো করে দেখো) Bangla Lyrics By Zahed Parvej Pavel. Beyain I Love You New Bangla Natok.
Song : Tukro Tukro Kore Dekho
Singer : Zahed Parvej Pavel
Lyrics : Kabir Bakul
Music : Avraal Sahir
Drama : Beyain I Love You
Label : Anupam
Tukro Tukro Kore Dekho Lyrics
টুকরো টুকরো করে দেখো আমারি অন্তর
পলকে পলকে তুমি অন্তরের ভেতর
টুকরো টুকরো করে দেখো আমারি অন্তর
পলকে পলকে তুমি অন্তরের ভেতর
জানি জানি জানি তুমি আমার প্রেমের ফুল
বলো বলো বলো শুধু বলো না কবুল
জানি জানি জানি তুমি আমার প্রেমের ফুল
বলো বলো বলো শুধু বলো না কবুল
টুকরো টুকরো করে দেখো আমারি অন্তর
পলকে পলকে তুমি অন্তরের ভেতর
জানি জানি জানি তুমি আমার প্রেমের ফুল
বলো বলো বলো শুধু বলো না কবুল
ঝড়ের মত আসবে ছুটে দেখতে তোমার মুখ
তুমি চাইলে দুঃখ হবো, হবো তোমার সুখ
পাওয়ার মতো চাইছে পেতে অল্প করে নয়
দেবো একটু একটু করে তোমাকে হৃদয়
তুমি যেন সাজানো পুতুল
জানি জানি জানি তুমি আমার প্রেমের ফুল
বলো বলো বলো শুধু বলো না কবুল।।