Tumi Aamar Hoye Jao Bangla Lyrics By Raj Barman And Kajol Chatterjee.
Tumi Aamar Hoye Jao Bangla Lyrics By Raj Barman And Kajol Chatterjee.
Song : Tumi Aamar Hoye Jao
Film name : Daal Baati Churma
Singers : Raj Barman And Kajol Chatterjee
Music Director : Aamlaann Chakraabarty
Lyrics : Laavanggi
Arrangment And programming : Suvam And Subhankar
Mix And Master : Kunal Saha
Director : Haranath Chakraboty
DOP : Gopi Bhagat
Producer : Ravi Bhalotia And BK Entertainment
Publicity Design : Ekta Creative Tales
Label : Sony Music India
Tumi Aamar Hoye Jao Lyrics In Bengali
চোখের আড়ালে মনের আদরে
বেসেছি ভালো তোমায়,
না জানি কবে বলি তোমাকে
ভেবেছি কত তোমায়।
তোমারই জোনাকি
করে আলো আমার মনের ঘর,
তোমারই ছোঁয়াতে কমে জ্বর।
বোঝোনা কেন যে
তুমি থাকলে পাশে কাটে না ঘোর,
তোমাকে দেখি রাতভোর …
হয়ে যাও, হয়ে যাও
তুমি আমার হয়ে যাও,
ডেকে নাও, ডেকে নাও
আমায় কাছে ডেকে নাও।
তোমার পাড়ায় প্রেমের মিছিল
মিছিমিছি ডাকে আমায়,
জানিনা কি ইশারায়।
তুমি এলে উষ্ণতা পেলে
আমি হেঁটে হেঁটে ছায়া খুঁজি,
তোমাতে চোখ বুজি।
তোমারই জোনাকি
করে আলো আমার মনের ঘর,
তোমারই ছোঁয়াতে কমে জ্বর।
বোঝোনা কেন যে
তুমি থাকলে পাশে কাটে না ঘোর,
তোমাকে দেখি রাতভোর…
হয়ে যাও, হয়ে যাও
তুমি আমার হয়ে যাও,
ডেকে নাও, ডেকে নাও
আমায় কাছে ডেকে নাও।