Tumi Amay Surjo Dile (তুমি আমায় সূর্য দিলে) Bangla Bhajan Lyrics By Anup Jolota.

 Tumi Amay Surjo Dile (তুমি আমায় সূর্য দিলে) Bangla Bhajan Lyrics By Anup Jolota. 

Tumi Amay Surjo Dile (তুমি আমায় সূর্য দিলে) Bangla Bhajan Lyrics By Anup Jolota.

Song : Tumi Amay Surjo Dile

Singer : Anup Jolota

Tumi Amay Surjo Dile Lyrics in Bengali 

তুমি আমায় সূর্য দিলে

দিলে কুহু কুহুতান

ফুলের বনে ফাগুন বাতাস।।

করলে আমায় তুমি দান।

তোমায় দিলাম এই গান

তোমায় দিলাম এই গান।।।

তুমি আমায় সূর্য দিলে

দিলে কুহু কুহুতান।

তুমি আমায় সন্ধ্যা দিলে,

জোছনা দিলে রাতে,

নয়ন দু’টি দিয়ে,

আমায় দৃষ্টি দিলে তাতে।।

তুমি আমায় জীবন দিলে,

তুমি দিলে প্রান।।

তুমি আমায় সূর্য দিলে

দিলে কুহু কুহুতান।

জন্ম দিলে মায়ের কোলে,

দিলে স্নেহের সুধা,

দিলে আমায় শিশুবেলা,

ভালবাসার ক্ষুধা।।

তুমি আমার দিলে শুরু,

দেবে অবসান।।

তুমি আমায় সূর্য দিলে

দিলে কুহু কুহুতান।

ফুলের বনে ফাগুন বাতাস।।

করলে আমায় তুমি দান।

তোমায় দিলাম এই গান

তোমায় দিলাম এই গান।।।

তুমি আমায় সূর্য দিলে,

দিলে কুহু কুহুতান।।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *