Tumi Bristi Valobaso( তুমি বৃষ্টি ভালোবাসো) Bangla Lyrics By Abanti Sithi.
Tumi Bristi Valobaso( তুমি বৃষ্টি ভালোবাসো) Bangla Lyrics By Abanti Sithi.
Song Name : Tumi Bristi Valobaso
Singer : Abanti Sithi
Tune & Music : Partha Paul
Programming : Partha Paul
Studio : Gaan Bajna
Mixing and Mastering: Soumen Poul
Videography : Sunny karmakar
Lyricist : Goutam Ghoshal
Music Label : Abanti Sithi
Release On : 2019-07-12
Tumi Bristi Valobaso Lyrics in Bengali
তুমি বৃষ্টি ভালোবাসো জানতাম
তাই বৃষ্টি কে নাম ধরে ডাকতাম
ভেজা জানলার কাঁচে
আঙুল টেনে তোমায় আঁকতাম
তুমি বৃষ্টি ভালোবাসো জানতাম
তাই গন্ধ মাটি গায়ে মাখতাম
তোমার উঠোনে
ভুলে যাওয়া গানের সুর গাইতাম বৃষ্টি
তুমি বৃষ্টি ভালোবাসো জানতাম
তাই বৃষ্টি কে নাম ধরে ডাকতাম
ভেজা জানলার কাঁচে
আঙ্গুল টেনে তোমায় আঁকতাম
তুমি বৃষ্টি ভালোবাসো জানতাম
তাই মেঘের জানালা খুলে রাখতাম
তারপর বিকেলে
বৃষ্টিরা এলে ভালোবাসতাম বৃষ্টি
তুমি বৃষ্টি ভালোবাসো জানতাম
তাই বৃষ্টি কে নাম ধরে ডাকতাম
ভেজা জানলার কাঁচে
আঙ্গুল টেনে তোমায় আঁকতাম