Tumi Chara ( তুমি ছাড়া) Bangla Lyrics By Milon & Puja.
Tumi Chara ( তুমি ছাড়া) Bangla Lyrics By Milon & Puja.
Song : Tumi Chara
Singer : Milon & Puja
Lyric : Rifat
Tune & Music : Imran Mahmudul
Album : Tumi
Label : Cd Choice
Tumi Chara Lyrics in Bengali
ও তোমাকে পেয়েছি আমারই জীবনে
ভালোবেসে নেবো তাই বুকে জড়িয়ে
তুমি মিশে আছো আমার এ মনে প্রাণে
এসো না হৃদয়ের গহীনে।
ও.. তুমি ছাড়া নেই তো
আমার সুখের আলো
তোমারই মত এমন ও করে
ভালোবাসবে কে বলো। (২ বার)
ভিজে যাবো দুজনা ভালোবাসার জলে
জলধারা কোনো শ্রাবণ ও দিনে (২ বার)
এত সুখ এত দিনে তুমি দিলেগো আমায়
বাচঁবো না কখনো ছেড়ে থাকতে তোমায়।
ও তুমি ছাড়া নেই তো আমার
সুখের আলো
তোমারই মত এমন ও করে
ভালোবাসবে কে বলো। (২ বার)
দুটি হৃদয় মিশে গেলো
ভালোবাসার মিলনে
চাই না কিছু তুমি হীনা জীবনে। (২ বার)
এত সুখ এত দিনে
তুমি দিলেগো আমায়
বাচঁবো না কখনো
ছেড়ে থাকতে তোমায়।
ও তুমি ছাড়া নেই তো আমার
সুখের আলো
তোমারই মত এমন ও করে
ভালোবাসবে কে বলো। (২ বার)