Tumi Chere Chile Bangla Lyrics By Susmita Patra.

Tumi Chere Chile Bangla Lyrics By Susmita Patra.

Tumi Chere Chile Bangla Lyrics By Susmita Patra.

Song : Tumi Chere Chile

Lyrics : Rabindranath Tagore 

Singer : Susmita Patra

Illustration by : Satadru

Parjaay : Puja-397

Upa-Parjaay : Bibidha

Raag : Desh

Taal : Ektaal

Label : SVF Music

Tumi Chere Chile Song Lyrics 

তুমি ছেড়ে ছিলে, ভুলে ছিলে বলে 

হেরো গো কী দশা হয়েছে,

মলিন বদন, মলিন হৃদয়

শোকে প্রাণ ডুবে রয়েছে। 

তুমি ছেড়ে ছিলে, ভুলে ছিলে বলে 

হেরো গো কী দশা হয়েছে।। 

বিরহীর বেশে এসেছি হেথায় 

জানাতে বিরহবেদনা,

বিরহীর বেশে এসেছি হেথায় 

জানাতে বিরহবেদনা,

দরশন নেব তবে চলে যাব

অনেক দিনের বাসনা।  

তুমি ছেড়ে ছিলে, ভুলে ছিলে বলে 

হেরো গো কী দশা হয়েছে।। 

Read More: Tumi Mor Pao nai Poricoy Bangla Lyrics

নাথ নাথ বলে ডাকিব তোমারে

চাহিব হৃদয়ে রাখিতে,

কাতর প্রাণের রোদন শুনিলে 

আর কি পারিবে থাকিতে?

ও অমৃতরূপ দেখিব যখন 

মুছিব নয়নবারি হে,

ও অমৃতরূপ দেখিব যখন 

মুছিব নয়নবারি হে,

আর উঠিব না, পড়িয়া রহিব 

চরণতলে তোমারি হে। 

তুমি ছেড়ে ছিলে, ভুলে ছিলে বলে 

হেরো গো কী দশা হয়েছে,

মলিন বদন, মলিন হৃদয়

শোকে প্রাণ ডুবে রয়েছে। 

তুমি ছেড়ে ছিলে, ভুলে ছিলে বলে 

হেরো গো কী দশা হয়েছে।।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *