Tumi Chere Chile Bangla Lyrics By Susmita Patra.
Tumi Chere Chile Bangla Lyrics By Susmita Patra.
Song : Tumi Chere Chile
Lyrics : Rabindranath Tagore
Singer : Susmita Patra
Illustration by : Satadru
Parjaay : Puja-397
Upa-Parjaay : Bibidha
Raag : Desh
Taal : Ektaal
Label : SVF Music
Tumi Chere Chile Song Lyrics
তুমি ছেড়ে ছিলে, ভুলে ছিলে বলে
হেরো গো কী দশা হয়েছে,
মলিন বদন, মলিন হৃদয়
শোকে প্রাণ ডুবে রয়েছে।
তুমি ছেড়ে ছিলে, ভুলে ছিলে বলে
হেরো গো কী দশা হয়েছে।।
বিরহীর বেশে এসেছি হেথায়
জানাতে বিরহবেদনা,
বিরহীর বেশে এসেছি হেথায়
জানাতে বিরহবেদনা,
দরশন নেব তবে চলে যাব
অনেক দিনের বাসনা।
তুমি ছেড়ে ছিলে, ভুলে ছিলে বলে
হেরো গো কী দশা হয়েছে।।
Read More: Tumi Mor Pao nai Poricoy Bangla Lyrics.
নাথ নাথ বলে ডাকিব তোমারে
চাহিব হৃদয়ে রাখিতে,
কাতর প্রাণের রোদন শুনিলে
আর কি পারিবে থাকিতে?
ও অমৃতরূপ দেখিব যখন
মুছিব নয়নবারি হে,
ও অমৃতরূপ দেখিব যখন
মুছিব নয়নবারি হে,
আর উঠিব না, পড়িয়া রহিব
চরণতলে তোমারি হে।
তুমি ছেড়ে ছিলে, ভুলে ছিলে বলে
হেরো গো কী দশা হয়েছে,
মলিন বদন, মলিন হৃদয়
শোকে প্রাণ ডুবে রয়েছে।
তুমি ছেড়ে ছিলে, ভুলে ছিলে বলে
হেরো গো কী দশা হয়েছে।।