Tumi Daklei Phirbo Bangla Lyrics By Raef Al Hasan Rafa.
Tumi Daklei Phirbo Bangla Lyrics By Raef Al Hasan Rafa.
সুপ্রিয় ভিজিটরগন আসসালামু আলাইকুম, আশা করছি আপনি খুব ভাল আছেন। বর্তমানে আপনি Tumi Daklei Phirbo গানের লিরিক্স টি খুজছেন। তাই আপনার সুবিধার্থে Tumi Daklei Phirbo গানের লিরিক্স তুলে ধরলাম। আশা করছি Tumi Daklei Phirbo গানের লিরিক্স টি ভাল লাগবে। lyricsongbd এর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।
Song : Tumi Daklei Phirbo
Drama : Shomoy Shob Jane
Vocal And Music : Raef Al Hasan Rafa
Lyrics : Pulak Anil
Directed by : Shakeeb Fahad
Label : Closeup Bangladesh
Tumi Daklei Phirbo Song Lyrics In Bengali
এক পা বাড়াও তুমি
আমিও এক পা বাড়াই,
এক-পা, দু-পা, চার-পা করে
চলো পাশাপাশি দাঁড়াই।
তোমার আমার একটাই আকাশ
চাঁদ-সূর্যও একটাই,
সেখানে আকাশে এক বিকেলে চলো
তুমি ঘুড়ি, আমি নাটাই।
তুমি ওড়ালে উড়বো আমি
তুমি পোড়ালে পুড়বো,
তুমি বললেই হারাবো আমি
তুমি ডাকলেই ফিরবো।(২)
হয়তো বা যদি হবো
আমি তোমার নদী হবো,
মুখ ফুটে শুধু বলো তুমি
আমি জোৎস্না হবো।
ভরা বর্ষায় হাসনা হবো
ঘুম ভাঙাবো অথবা হবো ঘুমই,
কাউকে বলা বারণ হবো
কারণ বা অকারণ হবো।
দেখো হাত রেখে শুধুই হাতে
লুকানো নীল খাম হবো,
প্রিয় ডাকনাম হবো,
ডেকো মন খারাপের রাতে।
তুমি ওড়ালে উড়বো আমি
তুমি পোড়ালে পুড়বো,
তুমি বললেই হারাবো আমি
তুমি ডাকলেই ফিরবো।(২)