Tumi Hina (তুমি হীনা)Bangla Lyrics By Tahsan Khan.
Tumi Hina (তুমি হীনা)Bangla Lyrics By Tahsan Khan.
Song : Tumi Hina
Drama : Obosheshe
Singer : Tahsan Khan
Lyrics & Tune : Arifur Rahman Jony
Music : Piran Khan
Tumi Hina Song Lyrics
কেমন যেন হয়ে গেছি আমি
আমাকেই বুঝিনা,
তোমার চলে যাওয়ায় হৃদয়ে জমে গেছে
অন্যরকম এক বেদনা,
সুখেরা হারিয়ে গেছে তোমার মতন করে
ভালো নেই আমি তুমিহীনা।
বলোনা হারিয়ে কোথায় তুমি
কোন সুখের সন্ধানে ?
তুমিহীনা এভাবে বাঁচার
আছে কি কোনো মানে ?
তুমি মানে এত কষ্ট জেনেও
আমি তোমাকে ভুলিনা,
ভুল করে ভুলে যেতে গিয়েও আমি
ভুলতে পারিনা।
তুমি ছিলে যখন, সব ছিলো রঙিন
তুমি নেই এখন, সবকিছু রঙহীন,
তুমি ছিলে যখন, সব ছিলো রঙিন
তুমি নেই এখন, সবকিছু রঙহীন।
আমার নির্ঘুম রাত্রিরা, আজ বড় অসহায়
চাঁদটাও ভীষন অভিমানে মেঘেতে লুকায়,
অন্ধকার, শুন্যতা আমার সঙ্গী হয়
ভোরের আলো সেতো আলো নয়,
তোমাকে মনে পড়ার ভয়।
বলোনা হারিয়ে কোথায় তুমি
কোন সুখের সন্ধানে ?
তুমিহীনা এভাবে বাঁচার
আছে কি কোনো মানে ?
তুমি মানে এত কষ্ট জেনেও
আমি তোমাকে ভুলিনা,
ভুল করে ভুলে যেতে গিয়েও
তোমায় ভুলতে পারিনা।
তুমি ছিলে যখন, সব ছিলো রঙিন
তুমি নেই এখন, সবকিছু রঙহীন,
তুমি ছিলে যখন, সব ছিলো রঙিন
তুমি নেই এখন, সবকিছু রঙহীন।