Valo Laga Bangla Lyrics By Avraal Sahir & Prashmita Paul.

Valo Laga Bangla Lyrics By Avraal Sahir & Prashmita Paul.

Valo Laga Bangla Lyrics By Avraal Sahir & Prashmita Paul.

Song: Valo Laga

Singer: Avraal Sahir & Prashmita Paul

Lyrics: Avraal Sahir

Music: Avraal Sahir

Music Label: Sultan Entertainment

Valo Laga Song Lyrics 

কিছু ভালো লাগা চোখে লেগে রয়,

কিছু কথা এ মনে জমে রয়।

কিছু ভালো লাগা চোখে লেগে রয়,

কিছু কথা এ মনে জমে রয়।

তুই আমার বৃষ্টি দিনে মিষ্টি কবিতা

আমি তোর ওই মনে আনাছে কানাছে,

রোজ উঁকি মেরে যাই তুই তাকাবি বলে।

মানছি না তো হার এতটা সহজে,

ফিরবো না বাড়ি আজ তোকে সাথে না নিয়ে।

আর সে কোন ভোঁরে মায়ার ছাঁদরে,

জড়িয়ে তকে স্বপনে দেই ডুব।

সাধ্য আমার কাছে জদুর যা আছে,

আগলে রব ভালবাসাতে খুব।

তুই আমার বৃষ্টি দিনে মিষ্টি কবিতা,

আমি তোর ওই মনে আনাছে কানাছে

রোজ উঁকি মেরে যাই তুই তাকাবি বলে।

মানছি না তো হার এতটা সহজে,

ফিরবো না বাড়ি আজ তোকে সাথে না নিয়ে।

না জেনে শুনে কিছু মন নিল তোর পিছু,

যত দূরে যাই রাখি তোকে পাহারায়।

কেমনে পাগলামি বুজাব তোকে আমি,

হাতটা বাড়িয়ে ওতে সংঘি হবি আয়।

তুই আমার বৃষ্টি দিনে মিষ্টি কবিতা,

আমি তোর ওই মনে আনাছে কানাছে

রোজ উঁকি মেরে যাই তুই তাকাবি বলে।

মানছি না তো হার এতটা সহজে,

ফিরবো না বাড়ি আজ তোকে সাথে না নিয়ে।।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *