Valobasha Amone Mayare Bangla Lyrics By Imran Mahmudul & Konal.
Valobasha Amone Mayare Bangla Lyrics By Imran Mahmudul & Konal.
Song: Valobasha Amone Mayare
Singer: Imran Mahmudul & Konal
Lyrics: Ahmed Risvy
Tune: Najir Mahamud
Music: Sojib
Label : Sultan Multimedia
Valobasha Amone Mayare Song Lyrics
ভালবাসা এমনি মায়ারে,
যায়না কখনো তারে ভোলারে
ভালবাসা এমনি মায়ারে,
যায়না কখনো তারে ভোলারে
তোমারি মায়াতে বেধেছি এ মন
তোমারি মায়াতে বেধেছি এ মন
তুমি ছাড়া বাচি বলো কি করে
তুমি ছাড়া বাচি বলো কি করে
ভালবাসা এমনি মায়ারে,
যায়না কখনো তারে ভোলারে
করেছো পাগল মোরে কি যাদু মন্তরে
তোমাকে ভাবি সারাবেলা
মরে যাবো এই আমি, যদি ভুলে থাকো তুমি
আমায় করো অবহেলা
তোমারি মায়াতে বেধেছি এ মন
তোমারি মায়াতে বেধেছি এ মন
তুুমি ছাড়া বাচি বলো কি করে
তুুমি ছাড়া বাচি বলো কি করে
ভালবাসা এমনি মায়ারে,
যায়না কখনো তারে ভোলারে
ভালবাসা এমনি মায়ারে,
যায়না কখনো তারে ভোলারে
একি দেহে দুটি মন, এ প্রেমের বন্ধন
থাকবে অমর পৃথিবীতে
হৃদয়ে খুদাই করে, রেখেছিগো আমি যারে
পারবে না কেউ মুছে দিতে
তোমারি মায়াতে বেধেছি এ মন
তোমারি মায়াতে বেধেছি এ মন
তুমি ছাড়া বাচি বলো কি করে
তুমি ছাড়া বাচি বলো কি করে
ভালবাসা এমনি মায়ারে,
যায়না কখনো তারে ভোলারে
হুম ভালবাসা এমনি মায়ারে,
যায়না কখনো তারে ভোলারে
তোমারি মায়াতে বেধেছি এ মন
তোমারি মায়াতে বেধেছি এ মন
তুমি ছাড়া বাচি বলো কি করে
তুমি ছাড়া বাচি বলো কি করে
ভালবাসা এমনি মায়ারে,
যায়না কখনো তারে ভোলারে