Valobasha Amone Mayare Bangla Lyrics By Imran Mahmudul & Konal.

Valobasha Amone Mayare Bangla Lyrics By Imran Mahmudul & Konal.

Song: Valobasha Amone Mayare

Singer: Imran Mahmudul & Konal

Lyrics: Ahmed Risvy

Tune: Najir Mahamud

Music: Sojib

Label : Sultan Multimedia

Valobasha Amone Mayare Song Lyrics 

ভালবাসা এমনি মায়ারে, 

যায়না কখনো তারে ভোলারে

ভালবাসা এমনি মায়ারে, 

যায়না কখনো তারে ভোলারে

তোমারি মায়াতে বেধেছি এ মন

তোমারি মায়াতে বেধেছি এ মন

তুমি ছাড়া বাচি বলো কি করে

তুমি ছাড়া বাচি বলো কি করে

ভালবাসা এমনি মায়ারে, 

যায়না কখনো তারে ভোলারে

করেছো পাগল মোরে কি যাদু মন্তরে

তোমাকে ভাবি সারাবেলা

মরে যাবো এই আমি, যদি ভুলে থাকো তুমি

আমায় করো অবহেলা

তোমারি মায়াতে বেধেছি  এ মন

তোমারি মায়াতে বেধেছি  এ মন

তুুমি ছাড়া বাচি বলো কি করে

তুুমি ছাড়া বাচি বলো কি করে

ভালবাসা এমনি মায়ারে, 

যায়না কখনো তারে ভোলারে

ভালবাসা এমনি মায়ারে, 

যায়না কখনো তারে ভোলারে

একি দেহে দুটি মন, এ প্রেমের বন্ধন

থাকবে অমর পৃথিবীতে

হৃদয়ে খুদাই করে, রেখেছিগো আমি যারে

পারবে না কেউ মুছে দিতে

তোমারি মায়াতে বেধেছি এ মন

তোমারি মায়াতে বেধেছি এ মন

তুমি ছাড়া বাচি বলো কি করে

তুমি ছাড়া বাচি বলো কি করে

ভালবাসা এমনি মায়ারে, 

যায়না কখনো তারে ভোলারে

হুম ভালবাসা এমনি মায়ারে, 

যায়না কখনো তারে ভোলারে

তোমারি মায়াতে বেধেছি এ মন

তোমারি মায়াতে বেধেছি এ মন

তুমি ছাড়া বাচি বলো কি করে

তুমি ছাড়া বাচি বলো কি করে

ভালবাসা এমনি মায়ারে, 

যায়না কখনো তারে ভোলারে

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *