Valobashi Okarone ভালোবাসি অকারণে) Bangla Lyrics By Minar Rahman & Nancy.

 Valobashi Okarone ভালোবাসি অকারণে) Bangla Lyrics By Minar Rahman & Nancy.

Song : Valobashi Okarone

Singer : Minar Rahman & Nancy

Tune & Music : Imran

Lyric : Snahashish Ghosh

Music Label : Cd Choice

Valobashi Okarone Bangla Lyrics 

নিজের চেয়েও অনেক বেশি 

তোমাকে যে ভালোবাসি

ভালোবেসে যাবো এভাবেই

যদি প্রশ্ন কর আমায় 

ভালোবাসি কেন তোমায় বলবো

এর উত্তর জানা নেই

ভালবাসতে লাগেনা কোন কারণ

হটাৎ করে ভালোবেসে ফেলে এই মন

এ জীবনে তুমি আমার সেই জন

অকারনে যাকে ভালোবাসে মন

এ জীবনে তুমি আমার সেই জন

অকারনে যাকে ভালোবাসে মন

ভালোলাগে যখন তুমি অনেক ভাল থাকো

মায়াবী ঐ মুখে এক চিলতে হাসি রেখো

এর চেয়ে সুখের কিছু নেই আমার কাছে

এর মাঝে বেঁচে থাকার অর্থ যে আছে

ভালবাসতে লাগেনা কোন কারণ

হটাত করে ভালোবেসে ফেলে এই মন

এ জীবনে তুমি আমার সেই জন

অকারনে যাকে ভালোবাসে মন (x2)

ভালোবেসে দেয়া নামে আমায় ডাকো যখন

পরিপূর্ণ মনে হয় তখন এ জীবন

এর চেয়ে সুখের কিছু নেই আমার কাছে

এর মাঝে বেঁচে থাকার অর্থ যে আছে

ভালবাসতে লাগেনা কোন কারণ 

হঠাত করে ভালোবেসে ফেলে এই মন

এ জীবনে তুমি আমার সেই জন

অকারনে যাকে ভালোবাসে মন (x2)

Valobashi Okarone Bangla Lyrics 

Nijer cheye-o onek beshi

Tomake je bhalobashi

Valobeshe jabo ebhabei

Jodi proshno koro amay

Bhalobashi keno tomay

Bolbo, er uttor jana nei

 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *