Valobashte Chai Tomake ( ভালোবাসতে চাই তোমাকে) Bangla Lyrics By Konal And Avraal Sahir.

 Valobashte Chai Tomake ( ভালোবাসতে চাই তোমাকে) Bangla Lyrics By Konal And Avraal Sahir. 

Valobashte Chai Tomake ( ভালোবাসতে চাই তোমাকে) Bangla Lyrics By Konal And Avraal Sahir.

Song : Valobashte Chai Tomake

Singer : Konal And Avraal Sahir 

Lyrics : Ahmed Risvy 

Tune And Music : Avraal Sahir

Director : Jakaria Showkhin

DOP : Sumon Hossain

Edit And Color : Arifin Sarkar

Producer : Tanvir Mahmood Apu

Label : Sultan Entertainment

Valobashte Chai Tomake Lyrics In Bengali 

তোমাকে এক পলক দেখে মনে হলো

তুমি আমার। 

যার ছবি এঁকে যাই হৃদয়ে আমি রোজ

সে তো তোমার। 

চাইছে মন, সারাক্ষণ 

কেউ মায়ায় বাঁধতো যদি ..

তুমি আমার প্রথম প্রেমের প্রথম অনুভূতি 

ভালবাসতে চাই তোমাকে 

যদি পাই অনুমতি। 

একবার তোমাকে পেলে

সবকিছু পাওয়া হয়ে যাবে,

আর কিছু চাইনা আমি

তুমি শুধু আমারি হবে। 

চাইছে মন, সারাক্ষণ 

কেউ মায়ায় বাঁধতো যদি ..

তুমি আমার প্রথম প্রেমের প্রথম অনুভূতি 

ভালবাসতে চাই তোমাকে 

যদি পাই অনুমতি। 

মরুভুমি এ হৃদয়ে বৃষ্টির জল যেন তুমি

ভাবনার মায়াজালে বেঁধেছি তোমায় শুধু আমি। 

চাইছে মন, সারাক্ষণ 

কেউ মায়ায় বাঁধতো যদি ..

তুমি আমার প্রথম প্রেমের প্রথম অনুভূতি 

ভালবাসতে চাই তোমাকে 

যদি পাই অনুমতি। 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *