Vangte Parbina ( ভাঙতে পারবি না) Bangla Song Lyrics By Keshab Dey.

Vangte Parbina ( ভাঙতে পারবি না) Bangla Song Lyrics By Keshab Dey.

Vangte Parbina ( ভাঙতে পারবি না) Bangla Song Lyrics By Keshab Dey.

Here We Present You With the song ‘Vangte Parbina’ song Lyrics In Bengali. This Song is Sung By ‘Keshab Dey’. Lyrics Written By ‘Badal Paul‘,. Hope You Will Enjoy The Song. 

Song : Vangte Parbina

Vocal & Music : Keshab Dey

Lyrics : Badal Paul

Story & Direction : Amit RD

Promotional Video & Distribution : Team KD

Distribution : Music Planet By Bishal Paul

Vangte Parbina Song Lyrics 

কাঁদে মন কাঁদে শুধু চোখে কেন জল 

আমারে ভেঙে দিয়ে কি সুখ পেলি বল ?

আসেনা ঘুম আসেনা, জেগে কেন রাত 

আমার এ চোখ মোছাতে বাড়ায় নি সে হাত। 

মরে গিয়ে বাঁচার মানে বুঝে গেছি প্রায় 

যে থাকার সে তো নাকি এমনি থেকে যায়, 

মরে গিয়ে বাঁচার মানে বুঝে গেছি প্রায় 

যে থাকার সে তো নাকি এমনি থেকে যায়,

ফিরে এসে আমাকে আর খুঁজে পাবে না,

পাথর এ মনটা কে আর ভাঙতে পারবে না

আমার এ কান্নার আওয়াজ সইতে পারবে না,

পাথর এ মনটা কে আর ভাঙতে পারবে না

আমার এ কান্নার আওয়াজ সইতে পারবে না।। 

শুধু তার চোখে যেন মিথ্যে খুঁজে পাই 

তবু যেন সবটা বুঝে আলতো হেসে যাই। 

শুধু তার চোখে যেন মিথ্যে খুঁজে পাই 

তবু যেন সবটা বুঝে আলতো হেসে যাই,

আমি রোজ থাকবো কাছে বলেছে যে জন 

শেষমেশ তারই কাছে ঠকেছে এ মন। 

মরে গিয়ে বাঁচার মানে বুঝে গেছি প্রায়

যে থাকার সে তো বারন শুনেও থেকে যায়,

মরে গিয়ে বাঁচার মানে বুঝে গেছি প্রায়

যে থাকার সে তো বারন শুনেও থেকে যায়,

বাড়ালেও দু হাত আমায় ছুঁতে পারবেনা

পাথর এ মনটা কে আর ভাঙতে পারবে না,

আমার এ কান্নার আওয়াজ সইতে পারবে না,

পাথর এ মনটা কে আর ভাঙতে পারবে না,

আমার এ কান্নার আওয়াজ সইতে পারবে না।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *