Veena Vadini (ভিনা ভাদিনী) Bangla Lyrics By Mekhla Dasgupta.

 Veena Vadini (ভিনা ভাদিনী) Bangla Lyrics By Mekhla Dasgupta.

Veena Vadini (ভিনা ভাদিনী) Bangla Lyrics By Mekhla Dasgupta

Veena Vadini Song Credits :

Song : Veena Vadini

Vocal : Mekhla Dasgupta

Lyrics : Suryakant Tripathi Nirala

Programming : Subhadeep Sarkar

Mix-Master : Amit Chatterjee

Flute : Sushanta Nandy

Sitar : Kalyanjit Das

Rhythm And Percussion : Joy Nandy

Label : SVF Devotional

Veena Vadini Lyrics In Bengali 

বর দে, বর দে

বীণা বাদিনী বর দে,

বর দে, বর দে

বীণা বাদিনী বর দে,

প্রিয় স্বতন্ত্র রব 

অমৃত মন্ত্র নব,

প্রিয় স্বতন্ত্র রব 

অমৃত মন্ত্র নব,

ভারত মেয়ে ভর দে …

বর দে, বর দে

বীণা বাদিনী বর দে। 

কাট অন্ধ উর 

কে বন্ধন স্তর,

বহা জননী জ্যোতির্ময় নির্ঝর। 

কলুষ ভেদ তম 

হর প্রকাশ ভর 

জগমগ জগ কর দে …

বর দে, বর দে

বীণা বাদিনী বর দে,

বর দে, বর দে

বীণা বাদিনী বর দে। 

নব গতি নব লয় 

তাল ছন্দ নব, 

নবল কণ্ঠ নব 

জলদ মন্দ্র রব। 

নব নভ কে নব 

বিহগ বৃন্দ কো,

নব পর নব স্বর দে … 

 

বর দে, বর দে

বীণা বাদিনী বর দে,

বর দে, বর দে

বীণা বাদিনী বর দে,

প্রিয় স্বতন্ত্র রব 

অমৃত মন্ত্র নব,

প্রিয় স্বতন্ত্র রব 

অমৃত মন্ত্র নব,

ভারত মেয়ে ভর দে …

বর দে, বর দে

বীণা বাদিনী বর দে,

বীণা বাদিনী বর দে। 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *