Vitor Puira Chai ( ভিতর পুইড়া ছাই) Bangla Lyrics By SA Apon.
Vitor Puira Chai ( ভিতর পুইড়া ছাই) Bangla Lyrics By SA Apon.
Song : Vitor Puira Chai
Singer : SA Apon
Lyrics & Tune : Sa Apon
Music : Jami Ul Hasan
DOP,Edit & Colour : Ruman Azad
Label : Antor Multimedia
Vitor Puira Chai Lyrics in Bengali
উপরে উপরে দেখতে ভালা
ভিতর পুইড়া ছাই
উপরে উপরে দেখতে ভালা
ভিতর পুইড়া ছাই ।
আমার পুরা অন্তর বলনারে সখি
কি দিয়া জুরায়
আমার পুরা অন্তর বলনারে সখি
কি দিয়া জুরায় ।
উপরে উপরে দেখতে ভালা
ভিতর পুইড়া ছাই
উপরে উপরে দেখতে ভালা
ভিতর পুইড়া ছাই ।
আমার পুরা অন্তর বলনারে সখি
কি দিয়া জুরায়
আমার পুরা অন্তর বলনারে সখি
কি দিয়া জুরায় ।
নিশি হলে একাই কাদি
তোর স্মৃতি ধরে
কেন জানি তোরে বেইমান
বেশি মনে পড়ে ।
নিশি হলে একাই কাদি
তোর স্মৃতি ধরে
কেন জানি তোরে বেইমান
বেশি মনে পড়ে ।
বলবো কারে মনের ব্যথা
বলবো কারে মনের ব্যথা
আপন কেউ নাই ।
আমার পুরা অন্তর বলনারে সখি
কি দিয়া জুরায়
আমার পুরা অন্তর বলনারে সখি
কি দিয়া জুরায় ।
স্বপ্ন আমি দেইখা ছিলাম
তোরে বুকে লইয়া
স্বপ্ন আমার ভাইংগা দিলি
কারে আপন পাইয়া ।
স্বপ্ন আমি দেইখা ছিলাম
তোরে বুকে লইয়া
স্বপ্ন আমার ভাইংগা দিলি
কারে আপন পাইয়া ।
এই ভুবনে তোরে ছাড়া
এই ভুবনে তোরে ছাড়া
বাচার উপায় নাই ।
আমার পুরা অন্তর বলনারে সখি
কি দিয়া জুরায়
আমার পুরা অন্তর বলনারে সখি
কি দিয়া জুরায় ।
উপরে উপরে দেখতে ভালা
ভিতর পুইড়া ছাই
উপরে উপরে দেখতে ভালা
ভিতর পুইড়া ছাই ।
আমার পুরা অন্তর বলনারে সখি
কি দিয়া জুরায়
আমার পুরা অন্তর বলনারে সখি
কি দিয়া জুরায় ।
আমার পুরা অন্তর বলনারে সখি
কি দিয়া জুরায় ।