Wada Rakho(ওয়াদা রাখো) Bangla Lyrics By Jibon & Bristy.
Wada Rakho(ওয়াদা রাখো) Bangla Lyrics By Jibon & Bristy.
Song : Wada Rakho
Singer : Jibon & Bristy
Lyrics & Tune : M. R. Khan
Label : Agniveena
Wada Rakho Bangla Lyrics
তুমি আমার অনন্ত প্রেম
থাকো বুকের মাঝে থাকো
তুমি আমার অনন্ত প্রেম
থাকো বুকের মাঝে থাকো
ও এক জনমে ভরবেনা মন
সাত জনম ওয়াদা রাখো
ও এক জনমে ভরবেনা মন
সাত জনম ওয়াদা রাখো
তুমি আমার অনন্ত প্রেম
থাকো বুকের মাঝে থাকো
তুমি আমার অনন্ত প্রেম
থাকো বুকের মাঝে থাকো
আশায় আশায় বুক বাধি
ক্ষমা করে দাও বিধি
হুম তুমি ছাড়া কোন কুলে
মন দিয়েছি দুজনে
ও সর্গ থেকে আসা যে প্রেম
অঙ্গে করি মাখামাখি
ও এক জনমে ভরবেনা মন
সাত জনম ওয়াদা রাখো
তুমি আমার অনন্ত প্রেম
থাকো বুকের মাঝে থাকো
তুমি আমার অনন্ত প্রেম
থাকো বুকের মাঝে থাকো
বিধি তোমার কাছে যাওয়ার
দুজন দুজনাকে পাওয়ার
হুম মরে যদি যাই কভু
ভালোবাসি যেন তবু
ও এই জীবনে সব আশা তো
হয়না পুরন থাকে বাকি
ও এক জনমে ভরবেনা মন
সাত জনম ওয়াদা রাখো
তুমি আমার অনন্ত প্রেম
থাকো বুকের মাঝে থাকো
তুমি আমার অনন্ত প্রেম
থাকো বুকের মাঝে থাকো
ও এক জনমে ভরবেনা মন
সাত জনম ওয়াদা রাখো
ও এক জনমে ভরবেনা মন
সাত জনম ওয়াদা রাখো
তুমি আমার অনন্ত প্রেম
থাকো বুকের মাঝে থাকো
তুমি আমার অনন্ত প্রেম
থাকো বুকের মাঝে থাকো।।