Yhiyun Crane M2s Full Review And Price And Others Benefit.
আজকে আমি আপনাদের মাঝে যে গিম্বলটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো তা হলো একটি ক্যামেরা গিম্বল। এটা একটা লাইট ওয়েট এবং ছোটো খাটো ক্যামেরা গিম্বল। এটার মডেল হলো Yhiyun Crane M2s.
Click Hare lyric song Bd all Bangla ecglish and hindi lyrics in Google news profile
সম্প্রতি Yhiyun তাদের এই নতুন মডেলের গিম্বলটা রিলিজ করেছে। এর আগের যে গিম্বলটা ছিলো সেটা ছিলো Yhiyun M3। তবে আগের মডেল আর এই নতুন মডেলের মধ্যে হালকা একটু পার্থক্য আছে এবং দামও একটু কম। মোটামুটি ১০০ ইউ এস ডি কম।
Yhiyun Crane M2s কোথায় কিনতে পাওয়া যাবে?
Yhiyun Crane M2s এই গিম্বলটা খুব ভালো মানের একটা গিম্বল। এই গিম্বলটা মুলত বিদেশি প্রোডাক্ট। যেহেতু এটা একটা ইলেক্ট্রনিক প্রোডাক্ট তাই অরিজিনাল এবং নকল দুইটাই মার্কেটে পাওয়া যাবে। এখন আপনাকে খুজে বাছাই করে অরিজিনালটা কিনতে হবে। এটা মুলত স্মার্ট টেকনোলজি ইম্পোর্ট করে থাকে। আপনি যখন Yhiyun এর কোন মালামাল কিনবেন তখন অবশ্যই স্মার্ট টেকনোলজির স্টিকার লাগানো আছে কি না চেক করে নেবেন। কারণ একমাত্র স্মার্ট টেকনোলজি Yhiyun এর মাল ইমপোর্ট করে থাকে।
Yhiyun Crane M2s এর ফিচার ঃ
Yhiyun Crane M2s এবং Yhiyun Crane M3 প্রায় কাছাকাছি। M3 থেকে একটু স্লিম এবং কিছু বাটন আছে। মেইন যে ডিফারেন্স সেটা হলো এটার ডিসপ্লে। তবে এটার যে এল ই ডি ডিসপ্লে দেয়া হয়েছে এটা দিয়ে তেমন কিছু করা বা দেখা যায় না। তবে কিছু বাটন আছে সেগুলোর মাধ্যমে আপনি খুব সহজে আপনার প্রয়োজন অনুযায়ী সব ঠিক করে নিতে পারবেন। খুব ইজিলি আপনি এটার মুভমেন্ট ঠিক রাখতে পারবেন। এই গিম্বল এ একটি লাইট দেয়া হয়েছে যেটা ব্যবহার করে আপনি রাতে ভিডিও করতে পারবেন। তবে এই লাইট এর টেম্পারেচার কন্ট্রোল করতে পারবেন না। এটা সেট করা যা আছে সেটাই ইউজ করতে হবে।
এখন কথা হলো এই গিম্বল এ আপনি কতো কেজি ওজনের ক্যামেরা লাগাতে পারবেন সেটা কিন্তু Yhiyun নিজে সঠিক ভাবে উল্লেখ করে না।
Yhiyun Crane M2s এবং Yhiyun Crane M3 এর মুল পার্থক্য কি কি?
Yhiyun Crane M2s এ কোন ডিসপ্লে নাই। অপরদিকে Yhiyun Crane M3 তে একটি টাচ স্ক্রিন ডিসপ্লে আছে।
Yhiyun Crane M2s তে কালার টেম্পারেচার কন্ট্রোল করার সিস্টেম নাই। যে Yhiyun Crane M3 তে আছে। আপনি চাইলেই কালার টেম্পারেচার কন্ট্রোল করতে পারবেন।
Yhiyun Crane M2s এর থেকে Yhiyun Crane M3 একটু হেভি বা হাই কোয়ালিটির গঠন।