তাজমহল কোথায় এবং কিভাবে তৈরী হয়েছিল?Where Is Tajmahal?

তাজমহল কোথায় এবং কিভাবে তৈরী হয়েছিল?

তাজমহল কোথায় এবং কিভাবে তৈরী হয়েছিল?

তাজমহল কোথায় অবস্থিত? 

মুঘল আমলে নির্মিত পৃথিবীর অন্যতম এক বিষ্ময়কর স্থাপনা হল এই তাজমহল। এটি ভারতের উত্তর প্রদেশের আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধী। তাজমহলের মতো এমন নিদর্শন পৃথিবীতে আর দিতীয়টি খুজে পাওয়া যাবে না। সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজের প্রতি গভীর ভালবাসা প্রদর্শনের জন্য ভারতের আগ্রায় এটি নির্মাণ করেছিলেন।

তাজমহল কে নির্মাণ করেছিলেন? 

বর্তমান ভারতের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র হল তাজমহল। আর এই তাজমহল নির্মান করেছিলেন ভারতের মুঘল আমলের সম্রাট শাহজাহান। তিনি তার স্ত্রী মমতাজের প্রতি তার ভালোবাসার সৃতি মানুষের কাছে প্রদর্শনের জন্য ১৬৩২ সালে তাজমহলের নির্মাণ কাজ শুরু করেন। এটি তৈরী করতে ২২হাজার শ্রমিকের ২২ বছর সময় লেগেছিল। 

যদিও তিনি তাজমহলের নির্মাণ কাজ শুরু করলেও শেষ করতে পারেননি। কারণ নির্মাণ কাজ শেষ হবার আগেই তিনি তার ছেলের হাতে বন্দি হয়ে রাস্টীয় কারাগারে চলে যান। পরে বাকী নির্মাণ কাজ তার ছেলে আওরঙ্গজেব সম্পূর্ণ করেন। 

সম্রাট শাহজাহান এর শাসনকাল কত?

মুঘল আমলের সবচেয়ে ক্ষমতাধর সম্রাট ছিলেন শাহজাহান। তিনি অল্প দিনেই তার রাজ্যের ব্যাপক বিস্তৃতি ঘটিয়েছিলেন। তিনি ১৬২৮ সালের ১৯ শে জানুয়ারী সম্রাট হিসাবে সিংহাসনে বসেন। এবং ১৬৫৮ সালের ৩১ শে জুলাই ক্ষমতাচ্যূত হয়েছিল। এই ৩০ বছর তিনি মুঘল সম্রাট হিসেবে তিনি রাজ্য শাসন করেছিলেন। তিনি ১৬৬৬ সালের ২২শে জানুয়ারী পরলোক গমন করেন।

তাজমহল তৈরীতে কি কি ব্যবহার হয়েছিল? 

তাজমহল যখন নির্মাণ করা হয়েছিল সেই সময় বেশির ভাগ মুঘল দালান তৈরি করা হত লাল বালু এবং পাথর দিয়ে। কিন্তু সম্রাট শাহজাহান সেই সময়  প্রথম সেত পাথরের ব্যবহার শুরু করেছিলেন। যা দিয়ে তিনি তাজমহলের নির্মাণ কাজ শুরু করেছিলেন। তাজমহলের এই সেত পাথরগুলো পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আনা হয়েছিল। কোন রকমের লোহা বা ইট ছাড়াই শুধু সেত পাথর এবং লাল বালু দিয়ে পুরো তাজমহল নির্মান করেছিলেন। 

তাজমহলের গঠনপ্রকৃতি কেমন? 

কোন প্রকার লোহার ব্যবহার ছাড়াই সম্পূর্ণ পাথরের উপর পাথর সাজিয়ে এই সুন্দর তাজমহল নির্মান করা হয়েছে। এটিকে এমনভাবে নির্মাণ করা হয়েছে যে এর মিনার এবং গম্বুজ মুসলমানদের মসজিদের মত এবং গম্বুজের উপর ত্রিশূলটি হিন্দু ধর্মের শিব মন্দিরের মত। তাজমহলের চারপাশে চারটি মিনার রয়েছে। মিনারগুলো ১৩০ ফিট উচু। প্রত্যেকটি মিনার তিন ভাগে বিভক্ত। মিনারগুলো একটু বাহিরের দিকে কাত করে বানানো হয়েছে। যাতে কোন কারণে ভেঙে যায় তবে সেটি যেন মুল সমাধী এর উপর না পরে। 

তাজমহল ভ্রমণের উপযুক্ত সময় কখন? 

ভারতের সবচেয়ে জনপ্রিয় দর্শনীয় স্থান হল এই তাজমহল। কারন এটি এখন দেশি বিদেশি পর্যটকদের কাছে বিনোদনের কেন্দ্র বিন্দুতে পরিনত হয়েছে। আর তাই প্রতি বছর প্রায় ২০ থেকে ৩০ লাখ  লোক এই তাজমহল দর্শনে আসে। ভারতের বাইরে পৃথিবীর অন্য সকল দেশ থেকে প্রায় ২ লক্ষ লোক প্রতি বছর এখানে ঘুরতে আসে। সবচেয়ে বেশি লোক আসে অক্টোবর থেকে ফেব্রুয়ারী এই মাসে। কারন এই সময় প্রচুর শীত থাকে। আর শীতের সময় ভ্রমণের উপযুক্ত সময়। 

তাজমহল দর্শনের টিকেট খরচ কত?

বায়ু দূষণকারী যানবাহন তাজমহলের কাছে আসা নিষিদ্ধ। তাই পর্যটকদের গাড়ী রাখার স্থান থেকে পায়ে হেটে বা বৈদ্যুতিক বাসে করে তাজমহলে আসতে হবে। তাজমহল দর্শনের জন্য আপনাকে মূল গেটে টিকেট কেটে প্রবেশ করতে হবে। ভারতীয় নাগরিকদের জন্য প্রতি টিকেট ৪০রুপি করে, সার্কভুক্ত দেশগুলোর নাগরিকদের জন্য ৫৪০ রুপি এবং পৃথিবীর অন্যান্য দেশের নাগরিকদের জন্য ১১০০ রুপি। এছাড়া মূল সমাধীর ভিতর প্রবেশ করতে হলে আরো ২০০ রুপি মূল্যের টিকেট কাটতে হবে। এই টিকেট গুলো আপনি চাইলে অনলাইন থেকে কাটতে পারবেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *