গুগল প্রতিষ্টার জনক কে? গুগল প্রতিষ্ঠার ইতিহাস। Who is The Father Of Google?
গুগল প্রতিষ্টার জনক কে? গুগল প্রতিষ্ঠার ইতিহাস।
গুগল কি?
গুগল নামের সাথে পরিচয় নেই এমন কোন মানুষ নেই বললেই চলে। গুগল হল এক ধরনের সার্চ ইঞ্জিন যার মাধ্যমে যেকোনো তথ্য খুব সহজেই খুজে পাওয়া যায়। তাই এই সার্চ ইঞ্জিনটি মানুষের কাছে খুব জনপ্রিয়।
গুগল প্রতিষ্টার জনক কে?
বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। আর তথ্যপ্রযুক্তির এই আমরা সবাই কমবেশি এই সার্চ ইঞ্জিনটি ব্যবহার করি। কিন্তু গুগলের এই মিলিয়ন মিলিয়ন ব্যবহারকারি থাকা সত্ত্বেও আমরা অনেকেই জানিনা এই সার্চ ইঞ্জিনটির প্রতিষ্ঠাতা বা জনক কে। তাই আমাদের সকলের জানা উচিত এর জনকের নাম। গুগলের আবিষ্কারক বা প্রতিষ্ঠাতা হল আমেরিকার দুইজন নাগরিক।
(১) ল্যারি পেজ
(২) সের্গেই ব্রিন
কিভাবে গুগল প্রতিষ্টা হয়েছিল?
গুগল নামের সাথে পরিচয় নেই এমন মানুষ পাওয়া খুব কস্টের। সব জান্তা সমসের এর মত সার্চ ইঞ্জিন গুগল জানে না এমন কোন তথ্য নেই বললেই চলে। ইন্টারনেট দুনিয়া তো বটেই, মানুষের দৈনন্দিন জীবনের কর্মনীতিতেও আমূল পরিবর্তন এনেছে গুগলের এই সার্চ বক্সটি।যেখানে হাল সময়ের তথ্য থেকে শুরু করে হাজার বছর আগের তথ্যও মেলে কয়েক সেকেন্ডে। এ যেন এক জাদুর কাঠি।
এই সার্চ ইঞ্জিনটি ১৯৯৮ সালের ৪ ঠা সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা করে আমেরিকার দুইজন নাগরিক ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন। তারা দুজনেই খুব ভালো বন্ধু ছিল। তারা দুজনে স্টানফোর্ড ইউনিভার্সিটির ছাত্র থাকা অবস্থায় গুগলের এই সার্চ ইঞ্জিনটি আবিষ্কার বা প্রতিষ্ঠা করেন। ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন এই দুজনের অদম্য ইচ্ছা আর নিত্যনতুন সংযোজন ও বিয়োজনের ফলে ক্যাম্পাসের করিডর থেকে গুগল আজকে দুনিয়ার সবচেয়ে বড় সার্চ ইঞ্জিনে পরিনত হয়েছে।
গুগলের অন্যান্য ফিচার কি কি?
গুগলের সার্চ সেবার পাশাপাশি এরা বর্তমানে আরো অনেক ফিচার যুক্ত করেছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল ঃ
গুগল ডক
গুগল শিট
গুগল স্লাইড
গুগল ক্যালেন্ডার
জিমেইল
গুগল ড্রাইভ
ক্লাউড স্টোরেজ
গুগল প্লাস
গুগল ট্রান্সলেট
গুগল ম্যাপ
ইউটিউব
এছাড়াও আরো অনেক সুবিধা আছে।
গুগল সম্পর্কে আরো কিছু তথ্য ঃ
গুগল সারা পৃথিবীতে বিভিন্ন ডাটা সেন্টারে প্রায় এক মিলিয়ন সার্ভার চালায়।প্রতিদিন প্রায় ৫০০ কোটির বেশি অনুসন্ধানের অনুরোধ আসে এই সার্চ বক্সটির কাছে। শুধু তাই নয় বর্তমানে গুগল প্রায় ২৪ পেটাবাইট ডাটা প্রক্রিয়াকরন করে। ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন সবসময় মনে করতেন যে এই রকম একটা উদ্দোগের ব্যবসায়িক সম্ভাবনা আছে সেই চিন্তা থেকেই এটি তৈরি করা।
গুগল ব্যবহারের সুবিধা কি?
গুগলের সবচেয়ে বড় সুবিধা হলো এর ইন্টারফেস। যেখানে দুই একটা শব্দ লিখলেই প্রয়োজনীয় তথ্য চলে আসে। আর এই জন্যই গুগলের শেয়ার হোল্ডার দিন দিন বাড়ছে। এছাড়াও হাজারো সুবিধা আছে এই সার্চ বক্সটির। গুগল বর্তমানে কোটি কোটি ডলার ইনকাম করছে। আবার একদিকে গুগলের কাছ থেকে বিভিন্নভাবে আপনার আমার মত হাজার হাজার লোক ইনকাম করছে। এখন অনেকের প্রশ্ন আসতে পারে আমরা কিভাবে গুগলের কাছ থেকে টাকা ইনকাম করি? সেই বিষয়ে অন্য একদিন বিস্তারিত লিখব। যদি আপনারা জানতে চান তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে খুব তারাতাড়ি লেখার চেস্টা করব।