Amar Hridoy Ekta Ayna (আমার হৃদয় একটা আয়না) Bangla Lyrics By Andrew Kishore & Kanak Chapa.

 Amar Hridoy Ekta Ayna (আমার হৃদয় একটা আয়না) Bangla Lyrics By Andrew Kishore & Kanak Chapa.

সুপ্রিয় ভিজিটরগন আসসালামু আলাইকুম, আশা করছি আপনি খুব ভাল আছেন। বর্তমানে আপনি Amar Hridoy Ekta Ayna গানের লিরিক্স টি খুজছেন। তাই আপনার সুবিধার্থে Amar Hridoy Ekta Ayna  গানের লিরিক্স তুলে ধরলাম। আশা করছি Amar Hridoy Ekta Ayna  গানের লিরিক্স টি ভাল লাগবে। lyricsongbd এর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।

Amar Hridoy Ekta Ayna (আমার হৃদয় একটা আয়না) Bangla Lyrics By Andrew Kishore & Kanak Chapa.

Song: Amar Hridoy Ekta Ayna – আমার হৃদয় একটা আয়না

Cast: Shakib Khan & Shabnur

Singer: Andrew Kishore & Kanak Chapa

Lyrics & Music: Ahmed Imtiz Bulbul

Movie: Phool Nebo Na Ashru Nebo

Director: F.I Manik

Label: Anupam

Cover Credit:

Singer: Somrat Jahangir

Music Dop: Bishal Ahmed

Amar Hridoy Ekta Ayna Lyrics in Bengali 

তোমায় দেখতে দেখেতে আমি

যেন অন্ধ হয়ে যাই

দুনিয়াতে তুমি ছাড়া

কিছু দেখার তো আর নাই

তোমায় দেখতে দেখেতে আমি

যেন অন্ধ হয়ে যাই

দুনিয়াতে তুমি ছাড়া

কিছু দেখার তো আর নাই

তোমার ভালবাসা ছাড়া

কোন কিছু এমন চায়না

আমার হৃদয় একটা আয়না

এই আয়নায় তোমার মূখটি ছাড়া

কিছুই দেখা যায়না।

আমার হৃদয় একটা আয়না

এই আয়নায় তোমার মূখটি ছাড়া

কিছুই দেখা যায়না।

তোমায় বলতে বলতে আমি

যেন বোবা হয়ে যাই

দুনিয়াতে কারো কাছে

কিছু বলার তো আর নাই

তোমায় বলতে বলতে আমি

যেন বোবা হয়ে যাই।

দুনিয়াতে কারো কাছে

কিছু বলার তো আর নাই

দুটি আঁকি তুমি ছাড়া

যেন দেখতে কিছু পায়না

আমার হৃদয় একটা আয়না

এই আয়নায় তোমার মূখটি ছাড়া

কিছুই দেখা যায়না।

আমার হৃদয় একটা আয়না

এই আয়নায় তোমার মূখটি ছাড়া

কিছুই দেখা যায়না।

আমার হৃদয় একটা আয়না

এই আয়নায় তোমার মূখটি ছাড়া

কিছুই দেখা যায়না।

ও ও ও ওও ও ও ও ওও

আ আ আ আ আ আ

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *