Amra Hoyto ( আমরা হয়তো) Bangla Lyrics By Ahmed Hasan Sunny.

 Amra Hoyto ( আমরা হয়তো) Bangla Lyrics By  Ahmed Hasan Sunny.

Amra Hoyto ( আমরা হয়তো) Bangla Lyrics By  Ahmed Hasan Sunny.

Song : Amra Hoyto

Album : Lutpaat 

Written and Composed by : Ahmed Hasan Sunny

Music Arrangements By : Jahid Nirob

Directed by : Ahmed Hasan Sunny

Shot By : Abu Raihan Tonmoy

Edited and Colored and CGI : Shahain Shaan

Produced By : Rollin Realms

নতুন এবং পুরাতন হিন্দি গানের লিরিক্স পেতে চাইলে এই ওয়েব সাইটে যেতে পারেন ঃ www.hindiilyric.com

Amra Hoyto Lyrics In Bengali 

মাঝে মাঝে মুখ ভরে থাকে হাসি

মাঝে মাঝে পায় ভীষণ কান্না,

মাঝে মাঝে ভাবি এত কম কেনো প্রেম?

মাঝে মাঝে ভাবি অনেক হয়েছে আর না। 

হয়তো দাঁড়িয়ে আয়না তোমায় দেখে

হয়তো তখন দেখছো অন্য কিছু,

হয়তো দাঁড়াও আয়না দেখার ছলে

আমি ছুটে যাই তোমার চোখের পিছু,

আমি ছুটে যাই তোমার চোখের পিছু। 

আকাশে জমে থাকে বিষন্ন মেঘ

পথে পথে পড়ে আছে জুঁই ফুল,

আমরা হয়তো এসবের নই কিছু

তবু মেঘ বাতাসের হয়না কখনো ভুল

তবু মেঘ বাতাসের হয়না কখনো ভুল। 

মাঝে মাঝে ভাবি তুমি এলে হবো সুখি

মাঝে মাঝে ভাবি একলা থাকাই সুখ,

দুঃখ ভাবতে কে চায় প্রিয়তমা?

যেন ভাবনা এক মনের অসুখ,

যেন ভাবনা এক মনের অসুখ। 

সবাই খোঁজে একটা প্রিয় ঠিকানা

যেই ঠিকানার নিশানা নেই কোথাও,

সব পাখি তবু ফিরে যায় নীড়ে 

নীড় হারা তুমি কোন বেদনা উড়াও?

নীড় হারা তুমি কোন বেদনা উড়াও?

আকাশে জমে থাকে বিষন্ন মেঘ

পথে পথে পড়ে আছে জুঁই ফুল,

আমরা হয়তো এসবের নই কিছু

তবু মেঘ বাতাসের হয়না কখনো ভুল

তবু মেঘ বাতাসের হয়না কখনো ভুল। 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *