Basanti Hey Bhubonomohini Bangla Lyrics By Rabindranath Tagore.

 Basanti Hey Bhubonomohini Bangla Lyrics By Rabindranath Tagore.

সুপ্রিয় ভিজিটরগন আসসালামু আলাইকুম, আশা করছি আপনি খুব ভাল আছেন। বর্তমানে আপনি Basanti Hey Bhubonomohini (বাসন্তী হে ভুবনমোহিনী ) গানের লিরিক্স টি খুজছেন। তাই আপনার সুবিধার্থে Basanti Hey Bhubonomohini (বাসন্তী হে ভুবনমোহিনী )  গানের লিরিক্স তুলে ধরলাম। আশা করছি Basanti Hey Bhubonomohini (বাসন্তী হে ভুবনমোহিনী )  গানের লিরিক্স টি ভাল লাগবে। lyricsongbd এর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।

Song : Basanti Hey Bhubonomohini

Lyrics : Rabindranath Tagore

Parjaay : Prakriti-239

Upa-parjaay : Basanta-52

Raag : Basanta-Pancham

Taal : Kaharwa

Vocal : Jayati Chakraborty

Dance : Deedhita Singha  

Recording, Mixing & Mastering : Goutam Basu

D.O.P : Rana Banerjee And Abhinaba Banerjee 


Basanti Hey Bhubonomohini Lyrics In Bengali 

বাসন্তী, হে ভুবনমোহিনী,

দিকপ্রান্তে, বনবনান্তে,

শ্যাম প্রান্তরে, আম্রছায়ে

সরোবরতীরে, নদীনীরে। 

নীল আকাশে, ময়লবাতাসে

নীল আকাশে, ময়লবাতাসে

ব্যাপিল অনন্ত তব মাধুরী,

বাসন্তী। 

নগরে গ্রামে কাননে, দিনে নিশীথে

নগরে গ্রামে কাননে, দিনে নিশীথে,

পিকসঙ্গীতে, নৃত্যগীতকলনে

পিকসঙ্গীতে, নৃত্যগীতকলনে,

বিশ্ব আনন্দিত, ভবনে ভবনে

বিশ্ব আনন্দিত, ভবনে ভবনে,

বীণাতান রণ-রণ ঝঙ্কৃত

বীণাতান রণ-রণ ঝঙ্কৃত।

মধুমদমোদিত হৃদয়ে হৃদয়ে রে

মধুমদমোদিত হৃদয়ে হৃদয়ে রে,

নবপ্রাণ উচ্ছ্বসিল আজি

নবপ্রাণ উচ্ছ্বসিল আজি,

বিচলিত চিত উচ্ছলি রে 

বিচলিত চিত উচ্ছলি উন্মাদনা

ঝন-ঝন ঝনিল মঞ্জীরে মঞ্জীরে,

বাসন্তী, হে ভুবনমোহিনী। 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *