Bhule Thakar Kotha Chilo Bangla Lyrics By Mrinal Chakraborty.

 Bhule Thakar Kotha Chilo Bangla Lyrics By Mrinal Chakraborty.

Bhule Thakar Kotha Chilo Bangla Lyrics By Mrinal Chakraborty.

সুপ্রিয় ভিজিটরগন আসসালামু আলাইকুম, আশা করছি আপনি খুব ভাল আছেন। বর্তমানে আপনি Bhule Thakar Kotha Chilo (ভুলে থাকার কথা ছিলো ) গানের লিরিক্স টি খুজছেন। তাই আপনার সুবিধার্থে Bhule Thakar Kotha Chilo (ভুলে থাকার কথা ছিলো ) গানের লিরিক্স তুলে ধরলাম। আশা করছি Bhule Thakar Kotha Chilo (ভুলে থাকার কথা ছিলো ) গানের লিরিক্স টি ভাল লাগবে। lyricsongbd এর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।

Song : Bhule Thakar Kotha Chilo

Singer : Mrinal Chakraborty

Lyricist : Pulak Bandapadhyay

Composer: Sailen Mukhopadhay

Cover by : Pritam Das

Ukulele And Guitar : Suman Ghosh

Bhule Thakar Kotha Chilo Lyrics In Bengali 

ভুলে থাকার কথা ছিল

তোমারই আমার তো নয়,

কথা রাখার কথা ছিল

তোমারই আমার তো নয়।

সোনা নদীর কোনাতে ওই

কূল ছাপানো লহর এলে,

একা তুমি আঁকবে কিছু

পূর্ণ চাঁদের প্রহর এলে। 

ছবি আঁকার কথা ছিল

তোমারই আমার তো নয়,

ভুলে থাকার কথা ছিল

তোমারই আমার তো নয়।

কথা রাখার কথা ছিল

তোমারই আমার তো নয়।

কথা ছিল ভালোবাসায়

আসবো আমি মালা দিতে,

তুমি শুধু ডাকবে আমায়

অবহেলার জ্বালা দিতে। 

চাঁপা বনের কাঁপা হাওয়া

আরও কিছু সরল হলে,

অভিমানের যত সুধা

পরিহাসের গরল হলে। 

হাসি ঢাকার কথা ছিল

তোমারই আমার তো নয়,

ভুলে থাকার কথা ছিল

তোমারই আমার তো নয়,

কথা রাখার কথা ছিল

তোমারই আমার তো নয়,

ভুলে থাকার কথা ছিল

তোমারই আমার তো নয়।

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *