Chokher Pani Jane Tumi Chile Apon Bangla Lyrics By Samz Vai.
Chokher Pani Jane Tumi Chile Apon Bangla Lyrics By Samz Vai.
Song : Chokher Pani Jane Tumi Chile Apon – চোখের পানি জানে তুমি ছিলে আপন
Singer : Samz Vai
Lyrics : Jannatara Ferdous Mila
Tune : Samz Vai
Music : ZH Babu
Edit & Colour : Akash Ahmed
Label : Antor Multimedia
Chokher Pani Jane Tumi Chile Apon Lyrics in Bengali
আমার চোখের পানি জানে
তুমি ছিলে আপন
তোমার জন্য বুকের ভেতর
পুড়ে হয়রে দহন
নিয়তির কাছে ভালবাসা অসহায়
ওরে ও প্রিয়া তুমি হারালে কোথায়
তোমার ও লাগি এ মন কেদে যায়।
বিধাতার লিখনে তুমি
আমার ছিলে না
তবু এ মনটা আমার
কেন বোঝেনা
তুমি ছাড়া একা আমি
কেমনে থাকি হায়।
মোনাজাতে চাই যে তোমায়
খোদার খাজানায়
ওরে প্রিয়া তুমি হারালে কোথায়
তোমার ও লাগি এ মন কেদে যায় ।
এ জীবনে জানি তোমায়
আর তো পাবোনা
তোমার জন্য কলিজাতে
শুধু যন্ত্রণা
ভেঙে যাওয়া স্বপ্নে আমি
তোমায় খুজে যাই
পরজনমে আমি তোমায়
যেন পাই
ওরে ও প্রিয়া তুমি হারালে কোথায়
তোমার ও লাগি এ মন কেদে যায় ।