Dana Mele Projapoti ( ডানা মেলে প্রজাপতি) Bangla Lyrics By Shithi Saha.

Dana Mele Projapoti ( ডানা মেলে প্রজাপতি) Bangla Lyrics By Shithi Saha.

Dana Mele Projapoti ( ডানা মেলে প্রজাপতি) Bangla Lyrics By Shithi Saha.

Here We Present You With the song ‘Dana Mele Projapoti’ song Lyrics In Bengali. This Song is Sung By ‘Shithi Saha’. Lyrics Written By ‘Bandhan Biswas and Afrin Jessika‘, Music Given By ‘Emon shaha’. This song published on Tiger Media YouTube channel. Hope You Will Enjoy The Song. 

Song : Dana Mele Projapoti

Movie : Lal Shari

Singer : Shithi Saha

Lyrics : Bandhan Biswas and Afrin Jessika

Tune and music : Emon shaha

Direction : Bandhan Biswas

Cinematography : Bishwajit Datta

Producer : Apu Biswas

Production : Apu – Joy Cholochitra

Distribution : The Abhi Kathachitra

Label : Tiger Media

Dana Mele Projapoti Song Lyrics 

ডানা মেলে, প্রজাপতি

উড়ে উড়ে, ঘুরে ঘুরে গাইছে গান,

সবুজে ছেয়ে, মেঠো পথে,

হাওয়ায় দুলে দুলে মেতেছে প্রাণ।

ও প্রজাপতি, জাস কোথা দূরে?

তোর পাখায় আমার স্বপ্ন ছুটে।

রং লেগেছে মনে, উতলা যৌবনে,

সুবাসে সৌরভে ভরেছে প্রাণ,

রং লেগেছে মনে, উতলা যৌবনে,

সুবাসে সৌরভে ভরেছে প্রাণ।। 

কানা মাছি ভোঁ ভোঁ

যারে পাবি তারে ছোঁ,

সুলতানা বিবিয়ানা

সাহেব বাবুর বৈঠক খানা।

আঁকাবাঁকা নিটল পায়ে

আলো ছায়া বাধা,

রাখালী গান, বাঁশির সুরে

ঝরছে ঝরা পাতা। 

লাগে মায়া, মন উচাটন।

রং লেগেছে মনে, উতলা যৌবনে,

সুবাসে সৌরভে ভরেছে প্রাণ,

রং লেগেছে মনে, উতলা যৌবনে,

সুবাসে সৌরভে ভরেছে প্রাণ।। 

গোল্লাছুট, বউ ঝি, এক্কা দোক্কা ছি ছি,

ইচিং বিচিং ডাং গুলি, হাডুডু কবাডি।

চোখের কোনে জল ছবি

বহু মায়া আঁকা,

এক মুঠো মিষ্টি রোদের ছোঁয়ায়

শিশির ভেজা মাখা।

লাগে মায়া, মন উচাটন।

রঙ লেগেছে মনে, উতলা যৌবনে,

সুবাসে সৌরভে ভরেছে প্রাণ,

রঙ লেগেছে মনে, উতলা যৌবনে,

সুবাসে সৌরভে ভরেছে প্রাণ।। 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *