Ekakityer Palace ( একাকিত্তের প্যালেস) Bangla Lyrics By Swayam.

Ekakityer Palace ( একাকিত্তের প্যালেস) Bangla Lyrics By Swayam.

Ekakityer Palace ( একাকিত্তের প্যালেস) Bangla Lyrics By Swayam.

Song : Ekakityer Palace

Vocal And Lyrics : Swayam

Guitar : Souhardya

Bass : Ishaan

Keys : Debarghya

Direction : Swayam

Assistant Director : Souvik

Cinematography & Edit : Arghya

Assist : Sreyam, Deep

Gaffer : Supriyo

Ekakityer Palace Song Lyrics 

জানো তো কেউ নেই

আমার এই শহরে,

কাকে বলি দুঃখের কথা?

ছেড়ে কেন গেলে তুমি

আমাকে সেই দুপুরে,

ছায়া খুঁজি তোমার সদা। 

নিকোটিনে লুকিয়ে রেখেছি বেদনা

শিরোনামহীন অস্তিত্বে,

কতরাত জাগি আর বিরহের ছলনা

বাঁচতে দেয়না স্বস্তিতে। 

শুধু প্রেমিকা নয়, প্রিয় বন্ধু ছিলে

এক নিমেষে দুজনকে কেড়ে নিলে,

নীরবতা গ্রাস করে নিয়েছে আমায়

চলতে শিখে গেছি সময়ের মিছিলে,

মানতে পারিনা চলে গেছো তুমি

মন ভাঙে ভেবে তোমার স্মৃতি। 

এটাকি অন্তিম পর্ব এই কাহিনীর?

এটাকি অন্তিম পর্ব এই কাহিনীর?

কতরাত বাড়ি ফেরেনা স্বপ্ন

বোতলের দুঃস্বপ্নে মগ্ন,

কতো ট্রেন আমায় ছেড়ে চলে যায়

দাঁড়িয়ে থাকি কল্পনার সীমানায়। 

জানি নেই তুমি আর

পাবো না তোমাকে,

ভাঙা মন বলে বারংবার। 

হারিয়ে গেছি আমি একাকিত্বের প্যালেস- এ

নিয়ে যাও আমায় আরেকবার। 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *