Epare Mukhor Holo Keka Oi Bangla Song Lyrics By Iman Chakrabarty.
Epare Mukhor Holo Keka Oi Bangla Song Lyrics By Iman Chakrabarty.
সুপ্রিয় ভিজিটরগন আসসালামু আলাইকুম, আশা করছি আপনি খুব ভাল আছেন। বর্তমানে আপনি Epare Mukhor Holo Keka Oi গানের লিরিক্স টি খুজছেন। তাই আপনার সুবিধার্থে Epare Mukhor Holo Keka Oi গানের লিরিক্স তুলে ধরলাম। এই গানটি গেয়েছেন Iman Chakrabarty। গানের লিরিক্স দিয়েছেন Rabindranath Tagore। এবং গানটি Saregama এর YouTube চ্যানেলে প্রকাশিত হয়েছে। আশা করছি Epare Mukhor Holo Keka Oi গানের লিরিক্স টি ভাল লাগবে। lyricsongbd এর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।
Song : Epare Mukhor Holo Keka Oi
Lyrics : Rabindranath Tagore.
Singer : Iman Chakrabarty
Parjaay : Prem-250
Upa-parjaay : Prem-Boichitra
Raag : Kafi
Taal : Kaharwa (2-2)
Label : Saregama
Epare Mukhor Holo Keka Oi Song Lyrics
এ পারে মুখর হল কেকা ওই
কেকা ..
ও পারে নীরব কেন কুহু হায়,
কুহু কুহু কুহু হায়,
এ পারে মুখর হল কেকা ওই।
এক কহে, আর একটি একা কই
একা..
শুভযোগে কবে হব দুঁহু হায়,
ও পারে নীরব কেন কুহু হায়,
কুহু কুহু কুহু হায়,
এ পারে মুখর হল কেকা ওই।।
অধীর সমীর পুরবৈয়াঁ
নিবিড় বিরহব্যথা বইয়া,
অধীর সমীর পুরবৈয়াঁ
নিবিড় বিরহব্যথা বইয়া,
নিঃশ্বাস ফেলে মুহু মুহু হায়,
ও পারে নীরব কেন কুহু হায়,
কুহু কুহু কুহু হায়,
এ পারে মুখর হল কেকা ওই।।
আষাঢ় সজলঘন আঁধারে
ভাবে বসি দুরাশার ধেয়ানে,
আমি কেন তিথিডোরে বাঁধা রে
ফাগুনেরে মোর পাশে কে আনে।
আষাঢ় সজলঘন আঁধারে
ভাবে বসি দুরাশার ধেয়ানে,
আমি কেন তিথিডোরে বাঁধা রে
ফাগুনেরে মোর পাশে কে আনে।
ঋতুর দু’ধারে থাকে দুজনে
মেলে না যে কাকলি ও কূজনে,
ঋতুর দু ধারে থাকে দুজনে
মেলে না যে কাকলি ও কূজনে,
আকাশের প্রাণ করে হূহু হায়,
ও পারে নীরব কেন কুহু হায়,
কুহু কুহু কুহু হায়,
এ পারে মুখর হল কেকা ওই
কেকা ..
ও পারে নীরব কেন কুহু হায়,
কুহু কুহু কুহু হায়,
এ পারে মুখর হল কেকা ওই।