Fire Ay Pagli (ফিরে আয় পাগলী) Bangla Lyrics By RA Azmir.

 Fire Ay Pagli (ফিরে আয় পাগলী) Bangla Lyrics By RA Azmir. 

Song : Fire Ay Pagli

Singer : RA Azmir 

Lyrics & Tune : Alex Abdus Salam 

Music : Sikder Akash

Label : Bhawal Music 

 Fire Ay Pagli Bangla Lyrics 

পরান বইলা জান বলিয়া 

ডাকলি না রে আর 

ফিরে আয় পাগলী 

আমার বুকেতে আবার

 পরান বইলা জান বলিয়া 

ডাকলি না রে আর 

ফিরে আয় পাগলী 

আমার বুকেতে আবার

তোরে ছাড়া কান্দি আমি 

দেখনা আসিয়া 

ভালোবাসিয়া রে পাগলি 

ভালোবাসিয়া

তোরে ছাড়া কান্দি আমি 

দেখনা আসিয়া 

ভালোবাসিয়া রে পাগলি 

ভালোবাসিয়া

হাত রাখিয়া মাথার উপর

কসম কাইটা নিলি 

ভুইলা গেলে বাচবে না আর

এমন শপথ দিলি

 হাত রাখিয়া মাথার উপর

কসম কাইটা নিলি 

ভুইলা গেলে বাচবে না আর

এমন শপথ দিলি

কসম গুলা ভুইলা বেইমান 

গেলি ছাড়িয়া 

ভালোবাসিয়া রে পাগলি 

ভালোবাসিয়া

তোরে ছাড়া কান্দি আমি 

দেখনা আসিয়া 

ভালোবাসিয়া রে পাগলি 

ভালোবাসিয়া

তোরে ছাড়া কান্দি আমি 

দেখনা আসিয়া 

এই পাগলের পাগলামি তে 

ছিলো না রে ভুল 

বুঝবি একদিন খুজবি আমায়

হইয়া রে ব্যাকুল 

এই পাগলের পাগলামি তে 

ছিলো না রে ভুল 

বুঝবি একদিন খুজবি আমায়

হইয়া রে ব্যাকুল 

ধুকে ধুকে প্রেমের জালায় 

যাবো মরিয়া 

ভালোবাসিয়া রে পাগলি 

ভালোবাসিয়া

তোরে ছাড়া কান্দি আমি 

দেখনা আসিয়া 

 ভালোবাসিয়া রে পাগলি 

ভালোবাসিয়া

তোরে ছাড়া কান্দি আমি 

দেখনা আসিয়া।। 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *