Ghum Ghum ( ঘুম ঘুম) Bangla Lyrics By Gamcha Palash.
Ghum Ghum ( ঘুম ঘুম) Bangla Lyrics By Gamcha Palash.
সুপ্রিয় ভিজিটরগন আসসালামু আলাইকুম, আশা করছি আপনি খুব ভাল আছেন। বর্তমানে আপনি Ghum Ghum – ঘুম ঘুম গানের লিরিক্স টি খুজছেন। তাই আপনার সুবিধার্থে Ghum Ghum – ঘুম ঘুম গানের লিরিক্স তুলে ধরলাম। আশা করছি Ghum Ghum – ঘুম ঘুম গানের লিরিক্স টি ভাল লাগবে। lyricsongbd এর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।
Song: Ghum Ghum – ঘুম ঘুম
Singer: Gamcha Palash
Lyrics & Tune: Prince Rubel
Music: Kamol Anowar
Label: Sangeeta
Ghum Ghum Chokhe Lyrics in Bengali
ঘুম ঘুম ঘুম ঘুম চোখে
গুমাতে যে পারি না
মন মন মন মন কান্দে
তোমায় ভেবে দেওয়ানা
সোনা বন্ধুরে প্রানো বন্ধুরে
আমায় ভুইলো নারে, আমায় ভুইলো না
আমায় ভুইলো নারে, আমায় ভুইলো না
তেমায় আপন জেনেরে বন্ধু
দিলাম আমার অন্তর
তাই কি তুমি ভাঙ্গো গরো
কেমনে ভাবো পর (২)
শত কষ্টেও তোমার আছি
শত কষ্টেও তোমার আছি
ভুলতে পারি না
সোনা বন্ধুরে প্রানো বন্ধুরে
আমায় ভুইলো নারে আমায়, ভুইলো না
আমায় ভুইলো নারে আমায়, ভুইলো না
আমার মনের যত আশা
সবই তোমার জানা
তবুও কেনো প্রেমের মূল্য তুমি দিলান (২)
যত দুরেই থাকো তুমি
যত দুরেই থাকো তুমি, মনের দুরে না
সোনা বন্ধুরে প্রানো বন্ধুরে
আমায় ভুইলো নারে, আমায় ভুইলো না
আমায় ভুইলো নারে, আমায় ভুইলো না
ঘুম ঘুম ঘুম ঘুম চোখে
গুমাতে যে পারি না
মন মন মন মন কান্দে
তোমায় ভেবে দেওয়ানা
সোনা বন্ধুরে প্রানো বন্ধুরে
আমায় ভুইলো নারে, আমায় ভুইলো না
আমায় ভুইলো নারে, আমায় ভুইলো না