Ghum Ghum ( ঘুম ঘুম) Bangla Lyrics By Gamcha Palash.

 Ghum Ghum ( ঘুম ঘুম)  Bangla Lyrics By Gamcha Palash.

সুপ্রিয় ভিজিটরগন আসসালামু আলাইকুম, আশা করছি আপনি খুব ভাল আছেন। বর্তমানে আপনি Ghum Ghum – ঘুম ঘুম গানের লিরিক্স টি খুজছেন। তাই আপনার সুবিধার্থে Ghum Ghum – ঘুম ঘুম গানের লিরিক্স তুলে ধরলাম। আশা করছি Ghum Ghum – ঘুম ঘুম  গানের লিরিক্স টি ভাল লাগবে। lyricsongbd এর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।

Ghum Ghum ( ঘুম ঘুম)  Bangla Lyrics By Gamcha Palash

Song: Ghum Ghum – ঘুম ঘুম

Singer: Gamcha Palash 

Lyrics & Tune: Prince Rubel

Music: Kamol Anowar

Label: Sangeeta

Ghum Ghum Chokhe Lyrics in Bengali 

ঘুম ঘুম ঘুম ঘুম চোখে

গুমাতে যে পারি না

মন মন মন মন কান্দে

তোমায় ভেবে দেওয়ানা

সোনা বন্ধুরে প্রানো বন্ধুরে

আমায় ভুইলো নারে, আমায় ভুইলো না

আমায় ভুইলো নারে, আমায় ভুইলো না

তেমায় আপন জেনেরে বন্ধু

দিলাম আমার অন্তর

তাই কি তুমি ভাঙ্গো গরো

কেমনে ভাবো পর (২)

শত কষ্টেও তোমার আছি

শত কষ্টেও তোমার আছি

ভুলতে পারি না

সোনা বন্ধুরে প্রানো বন্ধুরে

আমায় ভুইলো নারে আমায়, ভুইলো না

আমায় ভুইলো নারে আমায়, ভুইলো না

আমার মনের যত আশা

সবই তোমার জানা

তবুও কেনো প্রেমের মূল্য তুমি দিলান (২)

যত দুরেই থাকো তুমি

যত দুরেই থাকো তুমি, মনের দুরে না

সোনা বন্ধুরে প্রানো বন্ধুরে

আমায় ভুইলো নারে, আমায় ভুইলো না

আমায় ভুইলো নারে, আমায় ভুইলো না

ঘুম ঘুম ঘুম ঘুম চোখে

গুমাতে যে পারি না

মন মন মন মন কান্দে

তোমায় ভেবে দেওয়ানা

সোনা বন্ধুরে প্রানো বন্ধুরে

আমায় ভুইলো নারে, আমায় ভুইলো না

আমায় ভুইলো নারে, আমায় ভুইলো না

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *