Hawa Bodlay Bangla Lyrics By Habib Wahid.
Hawa Bodlay Bangla Lyrics By Habib Wahid.
Song : Hawa Bodlay
Singer : Habib Wahid
Lyrics : Amita Karmoke
Label : Habib Wahid
Hawa Bodlay Lyrics in Bengali
হাওয়া বদলায়…..
যেন আজ ভোর নামা দিন
ঘোরে রাখা স্বপ্নে
তুমি আমি হেটে যায়
পথের পরে পথ ক্লান্তিহীন
কিছু হাওয়া বদলে গিয়ে
বিস্বাদ ধরে রাখে
সময় যেন শুন্যতা হয়ে
নিরবে ছুয়ে থাকে
নিমিশেই হারিয়ে যায় সেই দিনগুলো
পরে থাকে যেন শুধু সৃতি মাখা ধুলো
কিছু পাওয়া না পাওয়াতে দন্ধ মনের মাঝে
কিছু স্বপ্ন পোড়ায়, যেন বুকের মাঝে
কিছু পাওয়ার থেকে যায়, যত দুরে যাই
আমার মাথাটা ঝুড়ে শুধুই তোমাকে সাজাই
হাওয়া বদলায়…..
যেন আজ ভোর নামা দিন
ঘোরে রাখা স্বপ্নে
তুমি আমি হেটে যাই
পথের পরে পথ ক্লান্তিহীন
কিছু হাওয়া বদলে গিয়ে
বিস্বাদ ধরে রাখে
সময় যেন শুন্যতা হয়ে
নিরবে ছুয়ে থাকে