Hoyto Jabe Bhule Bangla Lyrics By Subhamita Banerjee.
Hoyto Jabe Bhule Bangla Lyrics By Subhamita Banerjee.
Song Name : Hoyto Jabe Bhule
গান : হয়তো যাবে ভুলে
Singer(s) : Subhamita Banerjee
Tune / Music : Rupankar Bagchi
Lyricist : Rupankar Bagchi
Music Label : Shemaroo Bengali Music
Release On : 2023-01-31
Hoyto Jabe Bhule Lyrics in Bengali
হয়তো যাবে ভুলে
সাত সতেরো তালে
তবু হঠাৎ কোনদিন কখনও
হয়তো ব্যাকুল সুরে
একঘেয়ে গান ভুলে
জেনো হঠাৎ কোনদিন কখনও
বেলোয়ারী মাতাল সকালে
যদি কোনো ঘর ছাড়া উদাসী হাওয়ায় ঘুম
হয়তো যাবে ভুলে
সাত সতেরো তালে
তবু হঠাৎ কোনদিন কখনও
কাছে থাকা পাশে থাকা
মন ছুঁয়ে ভালো থাকা
ভালোবেসে কাছে আসে
অস্থির এক নিবিড়তা
দিকহারা পথেরই কিনারে
ভালো থাকার এই আবেশে নিঃঝুম
হয়তো এ পথ মেলে
তোমারই বিকেলে
কী জানি কোনদিন কখনও
ওপাশে সুখ ভাসে
ভেসেভেসে মৃদু হাসে
বলে কানে কানেকানে
শোনো সে কি ভালোবাসে
সূর্যেরই একপাশে ছড়ানো
ভালোবাসার সেই স্বপ্ন আগুন
হয়তো আগুন জ্বেলে
তোমারই দিন চলে
ভোর হবে কোন দিন কখন ও
ভোর হবে কোন দিন কখন ও