Jiya Tui Chara (জিয়া তুই ছাড়া) Bangla Lyrics By Arijit Singh.
Jiya Tui Chara (জিয়া তুই ছাড়া) Bangla Lyrics By Arijit Singh.
Here We Present You With the song ‘Jiya Tui Chara’ song Lyrics In Bengali. This Song is Sung By ‘Arijit Singh’. Lyrics Written By ‘Barish‘, Music Given By ‘Ranajoy Bhattacharjee’. This song published on Zee Music Bangla YouTube channel. Hope You Will Enjoy The Song.
Song: Jiya Tui Chara
Singer: Arijit Singh
Lyrics: Barish
Music : Ranajoy Bhattacharjee
Music Label: Zee Music Bangla
Jiya Tui Chara Song Lyrics
লাগে না, লাগে না
আজ জিয়া তুই ছাড়া,
ডাকি তাও জাগে না
চায় হৃদয় তোর সাড়া। (X2)
রং মেশায় দিন রাতে
এ দুচোখের দরিয়াতে,
কে আর তুই ছাড়া।
লাগে না, লাগে না
আজ জিয়া তুই ছাড়া,
ডাকি তাও জাগে না
চায় হৃদয় তোর সাড়া।
ছুঁয়ে দিলে মন-বিনা বেজে ওঠে যে
দে ভিজিয়ে শুধু যেন আঁখি না ভেজে,
জানিনা কিভাবে তোকে বলি এ আমি
কত রাগই থেকে যাবে হয়ে বেনামী।
মরমিয়া মন মানেনা এখন
কেন সে বাবরা,
রং মেশায় দিন রাতে
এ দু’চোখেরই দরিয়াতে,
কে আর তুই ছাড়া ..
লাগে না, লাগে না
আজ জিয়া তুই ছাড়া,
ডাকি তাও জাগে না
চায় হৃদয় তোর সাড়া।