Lajuk Chokh (লাজুক চোখ) Bangla Lyrics By FA Sumon.

 Lajuk Chokh (লাজুক চোখ) Bangla Lyrics By FA Sumon. 

Song : Lajuk Chokh

Singer : FA Sumon 

Lyrics : Ibrahim Khalil Ibu

Tune & Music : FA Sumon 

Label : FA Sumon Official 

Lajuk Chokh Bangla Lyrics 

বেশ তো আছো সুখে 

তোমায় দেখে মনে হয় 

সরবরে জেগে ওঠা 

লাজুক চোখ দুটি কয় 

মনে বড় সাধ ছিলো 

ছিলো মনে সপ্ন কতো 

ঝড়ে ছিলো শিশির হয়ে

শুকনো ঘাসের পাতায় 

আমিও তো নিরবতার ছলে

কেদেছি সেদিন 

ঝাপসা দুচোখে নিয়ে বিদায় 

গিয়েছি সেদিন

আমিও তো নিরবতার ছলে

কেদেছি সেদিন 

ঝাপসা দুচোখে নিয়ে বিদায় 

গিয়েছি সেদিন

সবকিছু জেনেও কেন 

ভালোবাসি তোমায়

হয়তো পাবার আশায়

তুমিও কতো বদলে গেছো

অনেক আগের চেয়ে 

রংঢং গুলো পুষে রেখেছো

তোমার লাজুক চোখে 

তুমিও কতো বদলে গেছো

অনেক আগের চেয়ে 

রংঢং গুলো পুষে রেখেছো

তোমার লাজুক চোখে 

সবকিছু জেনেও কেন 

ভালোবাসি তোমায়

হয়তো পাবার আশায়

বেশ তো আছো সুখে 

তোমায় দেখে মনে হয় 

সরবরে জেগে ওঠা 

লাজুক চোখ দুটি কয় 

মনে বড় সাধ ছিলো 

ছিলো মনে সপ্ন কতো 

ঝড়ে ছিলো শিশির হয়ে

শুকনো ঘাসের পাতায় 

সবকিছু জেনেও কেন 

ভালোবাসি তোমায়

হয়তো পাবার আশায়

সবকিছু জেনেও কেন 

ভালোবাসি তোমায়

হয়তো পাবার আশায়

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *